ভোলা প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে সংসদীয় আসন-১১৬ ভোলা ২ (দৌলতখান-বোরহানউদ্দিন) আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতিকের মনোনয়নপত্র দাখিল করেছেন ভোলা-২ আসন থেকে দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য আলী আজম মুকুল।উপজেলা চেয়ারম্যান মনজুর আলম খানের সভাপতিত্বে বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দৌলতখান উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত মনোনয়নপত্র দাখিল উপলক্ষে দোয়া মোনাজাতের আয়োজন করা হয়। পরে দৌলতখান উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার পাঠান মোহাম্মদ সাইদুজ্জামান এর কার্যালয়ে নৌকা প্রতীকের মনোনয়নপত্র জমা দেন আলী আজম মুকুল।এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ কমিটির সদস্য এবং সিনিয়র কনসালটেন্ট ডা. আফতাব ইউসুফ রাজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সাধারণ সম্পাদক ওমর শরীফ, দৌলতখান উপজেলা চেয়ারম্যান মনজুর আলম খান, বোরহানউদ্দিন উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বোরহানউদ্দিন উপজেলা আওয়ামীলীগের সভাপতি জসিম উদ্দিন হায়দার, দৌলতখান উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক আনোয়ার হোসেন জাহাঙ্গীর, পৌরসভার মেয়র রফিকুল ইসলাম প্রমূখ।
*গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত