ইত্তেহাদ অনলাইন ডেস্ক : কলকাতার প্রেমিককে বিয়ে করতে পাকিস্তানের এক নারী ভারতে পৌঁছেছেন। ওয়াঘা-আটারি আন্তর্জাতিক সীমান্ত দিয়ে ওই নারী ভারতে আসেন। ২০২৪ সালের জানুয়ারিতে অর্থাৎ আগামী মাসে ভারত ও পাকিস্তানের এই দম্পতির বিয়ে হতে পারে।জানা গেছে, পাকিস্তানি ওই নারী ভারতে আসার জন্য ৪৫ দিনের ভিসা পেয়েছেন। কলকাতার সমীর খানকে বিয়ে করতেই ২১ বছর বয়সী জাওয়ারিয়া খানম ভারতে এসেছেন। এদিন পাকিস্তানের করাচি থেকে অমৃতসরের ওয়াঘা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন তিনি। সেখানে উপস্থিত ছিলেন সমীর খান ও তার বাবা আহমেদ কামাল খান। জাওয়ারিয়াকে আনার জন্য সমীরের পরিবার পাঞ্জাবের গুরুদাসপুরে পৌঁছে গিয়েছিল। বিয়ের পরে জাওয়ারিয়া দীর্ঘ সময়ের জন্য ভিসার মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করবেন।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত