সুনামগঞ্জ প্রতিনিধি :
১২৫ কোটি টাকা ব্যায়ে সুনামগঞ্জে ৯৮১ কিলোমিটার বোরো ফসলরক্ষা বাঁধের কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার দুপুরে বিশ্বম্ভরপুর উপজেলার করচার হাওরের গাঘটিয়া বাঁধে মাটি ফেলে বাঁধের কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. রাশেদ ইকবাল চৌধুরী। এসময় জেলা স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক দেওয়ান মো. তাজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মো. রেজাউল করিম, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মামুন হাওলাদার, বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান সফর উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত