ঢাকা প্রতিনিধি : দ্বাদশ সংসদ নির্বাচন ২৭টি রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী মিলে এক হাজার ৮৯৬ জন প্রার্থী নির্বাচন করবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন সচিব জাহাংগীর আলম।রবিবার (১৭ ডিসেম্বর) রাতে আগারগাঁও নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন।ইসি সচিব জাহাংগীর আলম বলেন, এবার নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন ২ হাজার ৭১৬ জন প্রার্থী। রিটার্নিং অফিসের যাচাই-বাচাই শেষে বাতিল হয়েছে ৭৩১ জন।নির্বাচন কমিশনে আপিল ৫৬০টি। আপিল মঞ্জুর হয়েছে ২৮৬টি। নামঞ্জুর হয়েছে ২৭৪টি। প্রত্যাহার হয়েছে ৩৪৭টি।আরপিও ১৬-এর ২ অনুচ্ছেদ অনুযায়ী স্থগিত আছে ৫টি। এখন প্রত্যাহার শেষে আজ পর্যন্ত বৈধ প্রার্থীর সংখ্যা ১ হাজার ৮৯৬টি। এবার নির্বাচনে নিবন্ধিত ২৭টি রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে। প্রতীক বরাদ্দ শেষে নির্বাচনী প্রচারণা শুরু করবেন প্রার্থীরা।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত