আল হাবিব, সুনামগঞ্জ : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজারে সোনালী ব্যাংক পিএলসির ১২৩২তম শাখার উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে ফিতা কেটে শাখার উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আফজাল করিম। এসময় উপস্থিত ছিলেন, ব্যাংকের সিলেট বিভাগের জেনারেল ম্যানেজার মো. দেলোয়ার হোসেন, তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল, সুনামগঞ্জ প্রিন্সিপাল শাখার ডেপুটি ম্যানেজার হিমাংশু আচার্য। এসময় প্রধান অতিথির বক্তব্যে সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আফজাল করিম জানান বাংলাদেশ সরকারের দেশের ডিজিটাল সেবা এবং সোনালী ব্যাকের সুযোগ সুবিধা প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজারে এই শাখা খোলা হয়েছে। তিনি আরোও বলেন, স্বাধীনতা পরবর্তী পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশের অর্থনীতির ব্যাপক উন্নয়ন হয়েছে। সেই সাথে বাংলাদেশ এখন বিশ্বের ৪১ তম বড় অর্থনৈতিক দেশ। এবং স্বাধীনতার ৭২ সালে বাংলাদেশের বাজেটের পরিমাণ ছিল ৭শ৮৬ কোটি টাকা বর্তমানে সেটি ৭ লাখ কোটি টাকার উপরে।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত