মো খোকন,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে শিক্ষার্থীরা খুবই খুশী। সারাদেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ায় ২০২৪ শিক্ষাবর্ষে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে বই বিতরণের উৎসব অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১ জানুয়ারি) সকালে ব্রাহ্মণবাড়িয়া ঐতিহ্যবাহী অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ অনুষ্ঠিত হয়েছে।বই উৎসবে জেলার ৯ টি উপজেলায় ২হাজার ৫৫৯টি শিক্ষা প্রতিষ্ঠানের ৮লক্ষ ৩ হাজার ৫৯৬ জন শিক্ষার্থীর মাঝে ৬২ লক্ষ ১৩ হাজার ৩৫৫ টি বই বিতরণ করা হয়েছে।বই বিতরণ উৎসবে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন, জেলা শিক্ষা অফিসার মোঃ জুলফিকার হোসেন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শামসুর রহমান ও অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শ্ক্ষিক ফরিদা নাজমীন।প্রধান অতিথি বলেন,ব্রাহ্মণবাড়িয়ায় মান সম্মত ও উন্নত শিক্ষা চাই ।আজকের শিক্ষার্থীদেরকে আগামীদিনের স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে তৈরী করতে হবে।এতে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন,প্রধান শিক্ষক কাজী সহিদুল ইসলাম, মো. সাহিদুল ইসলাম,ইকবাল হোসেন খন্দকার ,আবু তাহের মিয়াসহ অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা শিক্ষক,শিক্ষার্থী ও সাংবাদিক গন উপস্থিত ছিলেন।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত