লাতিফুল আজম,কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা বিএনপির কালো পতাকা মিছিলে বাঁধা দিয়েছে কিশোরগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার বিকালে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে উপজেলা বিএনপির সভাপতি মামুনের নেতৃত্বে দলীয় কার্যালয়ের সামনে থেকে কালো পতাকা নিয়ে মিছিল করার চেষ্টা করলে কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র রায় থানার সকল সদস্যদের নিয়ে মিছিলে বাঁধা দেয়। দলীয় নেতা কর্মীরা পুলিশের বাঁধা উপেক্ষা করে মিছিলে চেষ্টা করলে উপজেলা বিএনপির সভাপতি সকল নেতা কর্মীদের শান্ত হওয়ার পরামর্শ দেয়। পরে পুলিশ সদস্যরা গোটা মিছিল এলাকা ঘিরে ফেলে এবং নেতা কর্মীদের কে দলীয় কার্যালয় এলাকা থেকে সরিয়ে দেয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইবনে সাঈদ সুজন,উপজেলা যুবদলের আহবায়ক মাহমুদুল হক টিপু ও সদস্য সচিব আব্দুস সালামসহ সকল ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদকবৃন্দ।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত