আমতলী (বরগুনা) প্রতিনিধি : অপারেশন থিয়েটারে নবজাতকের পিঠ কেটে ফেলা সেই চিকিৎসক রুনা রহমানের সার্জারি ডিগ্রি এবং অ্যানেস্থেসিয়া চিকিৎসক একেএম রায়হানুল ইসলামের ডিগ্রি নেই। এছাড়া দুই বছর ধরে ক্লিনিকের লাইসেন্সও নবায়ন নেই।কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান নাদিম প্রভাব খাটিয়ে নিয়মনীতির তোয়াক্কা না করে দোয়েল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার চালিয়ে আসছেন।বুধবার অনুসন্ধানে এ তথ্য বেরিয়ে আসছে। ওই ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী সোহাগসহ এলাকাবাসী।তালতলী উপজেলা শহরের জামে মসজিদ সংলগ্ন বৈশাখী হোটেলের মালিক মোহাম্মদ ইব্রাহিম খলিল সোহাগ শনিবার দুপুরে তার স্ত্রী লিপি বেগমকে আল্ট্রাসনোগ্রাম করতে দোয়েল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে যান। ওই ক্লিনিকে আল্ট্রাসনোগ্রাম শেষ হওয়ার পরপরই ডা. রুনা রহমান লিপিকে দ্রুত অপারেশন করতে বলেন। নইলে তার গর্ভের সন্তান বাঁচানো যাবে না। পরে ওই রাতেই লিপিকে ক্লিনিকের আবাসিক মেডিকেল অফিসার ডা. রুনা রহমান অপারেশন করেন।স্বজনরা জানান, অপারেশন থিয়েটারে শিশুর কান্নার শব্দ শুনতে পান। এ সময় তারা শিশুটির অবস্থা জানতে চাইলে চিকিৎসক কোনো জবাব না দিয়ে এড়িয়ে যান। এতে তাদের সন্দেহ হয়। ঘটনার ২৭ মিনিট পর ক্লিনিক কর্তৃপক্ষ শিশুটিকে তার স্বজনদের হাতে তুলে দেন। ওই সময় শিশুটির পিঠে ধারালো অস্ত্রের কাটা চিহ্ন দেখতে পান। ওই সময় শিশুটির কাটা স্থান থেকে রক্ত বের হচ্ছিল বলে জানান শিশুটির বাবা সোহাগ।এ ঘটনা তদন্তে রোববার বরগুনার সিভিল সার্জন ডা. মো. ফজলুল হক তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেন। তদন্তে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। অপারেশন থিয়েটারে নবজাতক শিশু কন্যার পিঠ কেটে ফেলা সেই চিকিৎসক রুনা রহমানের সার্জারি ডিগ্রি এবং অ্যানেস্থেসিয়া চিকিৎসক একেএম রায়হানুল ইসলামের ডিগ্রি নেই। ২০২২ সাল থেকে ক্লিনিকটির লাইসেন্স নবায়ন নেই।বরগুনার সিভিল সার্জন ডা. ফজলুল হক বলেন, তদন্ত প্রতিবেদন পেয়েছি। ওই প্রতিবেদন স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো হয়েছে। অধিদপ্তরের নির্দেশনা মতে ক্লিনিক ও চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত