অনলাইন ডেস্ক : ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের প্রাক্তন দুই স্ত্রী অপু বিশ্বাস ও বুবলীর তিক্ততা সবারই জানা। দুই নায়িকারই ঢালিউডে অভিষেক ঘটে শাকিব খানের হাত ধরেই। পরবর্তীতে শাকিবের সঙ্গে বিয়ে-বিচ্ছেদের পর নায়কের থেকে তারা আলাদা রয়েছেন। তবে অপু বিশ্বাস এবং শবনম বুবলীকে প্রায় প্রকাশ্যে সোশ্যাল মিডিয়ায় একজন অন্যজনকে সমালোচনা করতে দেখা গেছে।
একে অপরকে যেন সহ্যই করতে পারেন না।
তার মাঝে এবার তৃতীয় পক্ষ হয়ে সম্প্রতি হানা দিয়েছেন বুবলীর বড় বোন নাজনীন মিমি।সম্প্রতি মিমির বেশকিছু ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে মিমি প্রকাশ্যে অপু বিশ্বাসকে নিয়ে নানান অপমানজনক মন্তব্য করেছেন।অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন অপু বিশ্বাস। সংবাদমাধ্যমকে অপু বলেন, ‘বুবলী কে? তাকেই তো আমি চিনি না। এসব বিষয়ে কথা বলতে ইচ্ছুক নন জানিয়ে তিনি বলেন, ‘এখন আমার সব চিন্তাভাবনা কাজ ও পরিবার নিয়ে। অন্যদিকে নজর দেওয়ার একদম সময় নেই। কে কি বলল, সেসব বিষয়ে কথা বলারও কোনো ইচ্ছে নেই। আশা করি, এ বছর ভক্ত-দর্শকদের ভালো কিছু ছবি উপহার দিতে পারব।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত