মোঃ জিয়াউল ইসলাম ,পাথরঘাটা: বরগুনার পাথরঘাটায় বিদ্যুৎ শকে রিফাত (১৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ৩ ফেব্রুয়ারি রোজ শনিবার পাথরঘাটা উপজেলার নিজলাঠিমারা গ্রামে আনুমানিক সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে। রিফাত নিজলাঠিমারা গ্রামের আঃ রহমানের ছেলে। জানা যায় রিফাত নামের ছেলেটি ইটে পানি দেয়ার জন্য বৈদ্যুতিক পানির মটারের বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে ভুল ক্রমে বৈদ্যুতিক তারে শক লেগে পাশের পুকুরে পরে যায়।স্থানীয়রা তাৎক্ষণিক তাকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
খোঁজ নিয়ে জানা যায়, রিফাত তার নিজ গ্রামের নিজলাঠিমারা দারুসসুন্নাত আলিম মাদ্রাসার আলিম ১ম বর্ষে অধ্যয়নরত ছাত্র ছিল।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত