এইচ এম মিলন,মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের ডাসারে বাড়ি থেকে দোকানে ডিম ও নুডুস কিনতে যাওয়ার সময় কিশোরীকে জোরপুর্বক ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে এক বৃদ্ধ লম্পটের বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার সকাল ভুক্তভোগী ও পুলিশ সুত্রে এতথ্য নিশ্চিত করা হয়েছে। এঘটনায় ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে লম্পট ইউনুস বেপারীর বিরুদ্ধে ডাসার থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। ওই কিশোরী একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনীতে পড়ুয়া ছাত্রী।অভিযোগ সুত্রে জানাগেছে, উপজেলার পশ্চিম বোতলা গ্রামের কিশোরী বুধবার সকালে বাড়ির পাশের একটি মুদি দোকানে নুডুলস ও ডিম কিনতে রওনা দেয়। পথিমধ্যে একটি ফাঁকাস্থানে বসে একই এলাকার ইউনুস বেপারী কৌশলে ওই কিশোরীকে ফুসলিয়ে গনী খাঁর মুরগির ফার্মের ভেতর নিয়ে জোরপূর্বক ধর্ষনের চেষ্টা চালায়। এসময় ওই কিশোরী চিৎকার করলে লোকজনের ভয়ে অভিযুক্ত ইউনুস বেপারী দৌড় দিয়ে পালিয়ে যায়। ওই কিশোরী বাড়ি ফিরে তার মাকে এ বিষয়টি ব্যাপারে অবহিত করে। পরে বুধবার সন্ধ্যায় ভুক্তভোগী কিশোরীর মা ডাসার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।কিশোরীর মা জানান, আমার মেয়েকে কম দামে ডিম এনে দেওয়ার কথা বলে ফুসলিয়ে মুরগির ফার্মের ভেতর নিয়ে ইউনুস বেপারী জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। তাই আমি কঠিন বিচার চেয়ে থানায় অভিযোগ করেছি।তবে অভিযুক্ত ইউনুস বেপারীর দাবি, তার বিরুদ্ধে এটা একটা ষড়যন্ত্র।
এ বিষয়ে ডাসার থানার ওসি এস.এম শফিকুল ইসলাম বলেন,বিষয়টি অত্যন্ত ন্যক্কারজনক ঘটনা।ধর্ষণের চেষ্টার ঘটনায় থানায় একটি অভিযোগ হয়েছে। ইউনুস বেপারীকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত