ঢাকা প্রতিনিধি : অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে মোবাইল ও নগদ টাকা খুইয়েছেন র্যাব সদস্য মো. সোহাগ মিয়া। গত শুক্রবার রাতে রাজধানীর খিলক্ষেতের কুড়িল বিশ্বরোড এলাকায় বাসে এ ঘটনা ঘটে।পরে অসুস্থ অবস্থায় সোহাগকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতলে নেওয়া হয়। তিনি র্যাব-১ এর সিপিসি-৩ এ কর্মরত ছিলেন।ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, র্যাব সদস্যকে ঢামেক থেকে আজ শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে নেওয়া হয়েছে।ভুক্তভোগীর সহকর্মী র্যাব সদস্য এসআই শামসু মিয়া জানান, গাজীপুর থেকে বাসে ক্যাম্পে ফিরছিলেন সোহাগ। অজ্ঞান পার্টির সদস্যরা পথে অজ্ঞান করে। এসময় তার কাছে থাকা মোবাইল ও নগদ টাকা নিয়ে যায় চক্রটি।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত