ইত্তেহাদ অনলাইন ডেস্ক : বাবা শাহরুখের পথেই হাঁটছেন সুহানা খান। সম্পত্তি কিনে নতুন করে জোর চর্চায় এলেন এই তারকা কন্যা। আনুষ্ঠানিকভাবে না জানালেও বিভিন্ন সূত্রে জানা গেছে, অভিনেত্রী মুম্বাইয়ের কাছে আলিবাগের থাল গ্রামে বড় একটি জমি কিনেছেন।জমিটির দাম ৯ কোটি ৫০ রুপি। এ জন্য তাকে ৫৭ লাখ রুপির স্ট্যাম্প ডিউটি দিতে হয়েছে। আলিবাগের রায়গঢ়ের থাল গ্রামে জমিটির আয়তন ৭৮ হাজার ৩০০ বর্গফুটের বেশি।গত ১৩ ফেব্রুয়ারি জমিটির নিবন্ধন হয়েছে। তবে এর আগে এই একই এলাকায় শাহরুখ খান এক সম্পত্তি কিনেছিলেন। সুহানার এই সম্পত্তি কেনার খবরে সোশ্যালে তার ভক্ত-অনুসারীরা অভিনন্দন জানিয়েছেন।একজন লিখেছেন, ‘শুভকামনা সুহানা। বাবার পথ অনুসরণ করে চলছেন আপনি।’ আরেকজন লিখেছেন, ‘সুহানা নিজের ছবির পারিশ্রমিক দিয়ে সম্পত্তি কিনেছেন।’এবার স্পাই সিনেমায় শাহরুখ-আলিয়া! এবার স্পাই সিনেমায় শাহরুখ-আলিয়া!
প্রসঙ্গত, কিছুদিন আগেই ‘দ্য আর্চিজ’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রেখেছেন সুহানা খান। জোয়া আখতার পরিচালিত এই সিনেমায় সুহানা ছাড়া আরও ছিলেন শ্রীদেবী-কন্যা খুশি কাপুর, অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত