বিনোদন ডেস্ক: বলিউডের জনপ্রিয় তারকা জ্যাকুলিন ফার্নান্দেজের সময়টা ভালো যাচ্ছে না। মামলা-পুলিশ-আদালত করেই কাটছে বেশিরভাগ সময়। তারইমধ্যে তার বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা।তবে আগুন লাগার ঘটনায় এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। জ্যাকুলিনও এই মুহূর্তে ভারতের বাইরে অবস্থান করছেন বলে জানা গেছে।বুধবার (৬ মার্চ) রাতে ঘটে এ ঘটনা। সংবাদ সংস্থা পিটিআই বলছে, জ্যাকুলিন মুম্বাইয়ের পালি হিল এলাকার নওরোজ হিল সোসাইটির বাসিন্দা। তিনি ১৭ তলা অ্যাপার্টমেন্টের ১৫ তলায় থাকতেন। ওই বিল্ডিংয়ের ১৪ তলার রান্নাঘর থেকে আগুন লাগে ও ছড়িয়ে পড়ে।আরও জানা গেছে, রাত ৮টা নাগাদ নার্গিস দত্ত রোডের নওরোজ হিল সোসাইটির ১৪ তলায় আগুন লাগে। প্রায় ঘণ্টা দেড়েকের চেষ্টায়, রাত ৯টা ৩৫ নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। বাড়ির জিনিসপত্র ও কাঠের আসবাবেই সীমাবদ্ধ ছিল আগুন। ফলে ভয়াবহ দুর্ঘটনা ঘটেনি।খবর পেয়ে দমকলের অন্তত ৪টি ইঞ্জিন ও অন্যান্য যান দ্রুত পৌঁছায় ঘটনাস্থলে। প্রায় ঘণ্টা দেড়েকের চেষ্টায়, রাত ৯টা ৩৫ নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে বলে তারা জানায়।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত