ইত্তেহাদ নিউজ ডেস্ক : নিজের মেয়েকে হত্যার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। ভারতের হায়দরাবাদের ইব্রাহিমপতনম এলাকায় বুধবার এ ঘটনা ঘটে।নিহত তরুণীর নাম ভার্গবী (১৯)। আর তার মায়ের নাম জনগম্মা।ভারতীয় গণমাধ্যম এনটিভি জানায়, বাড়ি ফাঁকা ছিল। সেই অবস্থায় প্রেমিককে বাড়িতে ডেকেছিলেন ওই তরুণী। তা দেখে ফেলেন তার মা। এরপরই খুনের এ ঘটনা ঘটে।পুলিশ বলছে, দুপুরের দিকে খাবারের জন্য কাজ থেকে বাড়িতে ফেরেন জনগম্মা। তখন মেয়ে ভার্গবীকে তার প্রেমিকের সঙ্গে দেখতে পান তিনি। বাড়িতে তখন অন্য কেউ ছিল না। মেয়ের প্রেমিককে বাড়ি থেকে বের করেন দেন তিনি। মেয়েকে মারধর করার পর শাড়ি দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন।ইব্রাহিমপতনমের পুলিশ কর্মকর্তা সত্যনারায়ণ বলেন, নিহতের নাবালক ভাই দাবি করেছে যে, সে হত্যাকাণ্ডটি নিজ চোখে দেখেছে এবং তার মায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে।পুলিশ বলছে, ভার্গবীর ভাই জানালা দিয়ে দেখেছে যে, তার বোনকে মারধর করছে তার মা।জনগম্মা তার মেয়ে ভার্গবীর বিয়ে দিতে চেয়েছিলেন। সে জন্য পাত্র খোঁজাও চলছিল বলে পুলিশ জানিয়েছে।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত