বিনোদন ডেস্ক :অ্যানিমেল সিনেমা দিয়ে আলোচনায় আসা তৃপ্তি দিমরি মা হচ্ছেন! এমনকী, লুকোছাপা নয়, বেবি বাম্প নিয়ে প্রকাশ্যেও এসেছেন তিনি।আর সেই ছবি নেটপাড়ায় ছড়িয়ে পড়তেই হইচই।না, বাস্তবে নয়। তৃপ্তি দিমরির মা হওয়ার খবরটা আসলে ফিল্মি। আর তৃপ্তির যে বেবি বাম্পের ছবি ভাইরাল হয়েছে, তা নতুন সিনেমা ‘ব্যাড নিউজ’-এর পোস্টার। তৃপ্তির সঙ্গে এই সিনেমাতে দেখা যাবে ভিকি কৌশল ও অ্যামি ভ্রিককে।‘অ্যানিমেল’ ব্লকবাস্টার হওয়ার পর থেকে তৃপ্তির ঝুলিতে এখন অসংখ্য সিনেমা। সূত্র বলছে, বলিউডের নামী প্রযোজকরা তৃপ্তির সঙ্গে সিনেমা করার জন্য মুখিয়ে রয়েছেন। আর অন্যদিকে তৃপ্তি, রণবীর কাপুরকে ছেড়ে এবার নজর দিয়েছেন ক্যাটরিনার স্বামী ভিকি কৌশলের দিকে!করণ জোহরের প্রযোজনা সংস্থা ধর্মা প্রোডাকশনের তৈরি নতুন সিনেমাতে এবার দেখা যাবে তৃপ্তি দিমরিকে। ছবির নাম ‘ব্যাড নিউজ’। আর এই সিনেমাতেই ভিকি কৌশলের সঙ্গে জুটি বাঁধছেন তৃপ্তি। তবে ভিকি কৌশল একা নন, তৃপ্তির প্রেমে মজবেন, অ্যামি ভ্রিক। জুলাই মাসেই মুক্তি পাবে সিনেমাটি। তবে শুটিং এগোতেই নাম পরিবর্তন করে ফেললেন পরিচালক আনন্দ তিওয়ারি। তৃপ্তি, ভিকি ও অ্যামির পাশাপাশি দেখা যাবে নেহা ধুপিয়াকেও। সম্প্রতি প্রকাশ্যে এসেছে এর ফার্স্টলুক।প্রথমে সিনেমাটির নাম ছিল ‘মেরে মেহেবুব মেরে সানাম’। হঠাৎ নাম ‘ব্যাড নিউজ’ কেন, এই বিষয়েকরণ জোহর জানিয়েছেন, এই সিনেমার গল্প একেবারেই কমেডি ঠাসা। নায়ক-নায়িকারা একটা বাজে খবর পেতে তাদের জীবনে শোরগোল। আর সেই কারণেই সিনেমার নাম ‘ব্যাড নিউজ’।তবে শুধু সিনেমা নয়, তৃপ্তি রয়েছেন প্রেমের গুঞ্জনেও। কয়েকমাস আগেই রটে যায় হোটেল ব্যবসায়ী স্যাম মার্চেন্টের সঙ্গে প্রেম করছেন তৃপ্তি। এমনকী, ভাইরাল হয়েছিল স্যাম ও তৃপ্তির ছবিও। তার আগে আনুশকা শর্মার ভাই প্রযোজক কার্নেশ শর্মার সঙ্গে প্রেমে লিপ্ত ছিলেন তিনি।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত