ঢাকা প্রতিনিধি : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আত্মহত্যা করা শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার পরিবারের সঙ্গে সাক্ষাত করেছেন বিশ্ববিদ্যালয় থেকে গঠিত তদন্ত কমিটশুক্রবার (২২ মার্চ) সকালে তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. জাকির হোসেনসহ তদন্ত কমিটির পাঁচ সদস্য ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে এক সহকারী প্রক্টর অবন্তিকার কুমিল্লার বাঁগিচাগাওয়ের বাসায় যান।এসময় তারা অবন্তিকার মা তাহমিনা বেগম ও তার ভাই জারিফ জাওয়াদের সঙ্গে কথা বলে অবন্তিকার সম্পর্কে তথ্য নেন।তদন্ত কমিটির প্রধান অধ্যাপক ড. জাকির হোসেন জানান, তদন্তের স্বার্থে তথ্য সংগ্রহের জন্য তারা কুমিল্লায় এসেছেন। তবে কবে নাগাদ তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে এটি নিশ্চিত করতে পারেননি তিনি।এসময় তার সঙ্গে ছিলেন তদন্ত কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্ট্রার রঞ্জন কুমার, সদস্য সমাজ বিজ্ঞান বিভাগের ডীন অধ্যাপক ড. আবুল হোসেন, আইন বিভাগের ডীন অধ্যাপক ড. মাসুম বিল্লাহ, সংগীত বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ঝুমুর আহমেদ এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে সহকারী প্রক্টর মুনিরা জাহান সুমি।এদিকে মেয়ের আত্মহত্যায় মৃত্যুর পর এখনো শোকার্ত অবন্তিকার মা তাহমিনা শবনম। সাংবাদিকদের তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন যতটা আন্তরিক, আগে হলে হয় তো মেয়েকে এভাবে হারাতাম না।
উল্লেখ্য, গত শুক্রবার (১৫ মার্চ) রাতে ফেসবুক স্ট্যাটাসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর দ্বীন ইসলাম ও সহপাঠী আম্মান সিদ্দিকিকে মৃত্যুর জন্য দায়ী করে আত্মহত্যা করেন আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকা।এ ঘটনায় অবন্তিকার মা তাহমিনা শবনম বাদী হয়ে আত্মহত্যা প্ররোচনার অভিযোগ এনে সহকারী প্রক্টর দীন ইসলাম ও তার সহপাঠী আম্মান সিদ্দিকীর নাম উল্লেখ ও বেশ কয়েকজনকে অজ্ঞাত আসামি করে কোতোয়ালী থানায় মামলা করেন।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত