লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে আগ্নেয়াস্ত্রসহ আবদুর রহমান প্রকাশ অনিক নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার বিকালে তাকে লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করে পুলিশ। তার বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে। এর আগে রোববার দিবাগত রাত দেড়টার দিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের চন্দ্রগঞ্জ বাজারের এক নম্বর পোল এলাকা থেকে র্যাব-১১ অভিযান চালিয়ে অনিককে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে একটি এলজি উদ্ধার করা হয়।সোমবার দুপুরে র্যাব-১১ এর নোয়াখালীর ক্যাম্পের নায়েব সুবেদার মিরাজ আলী ভূঁইয়া বাদী হয়ে অস্ত্র আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। একই সঙ্গে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করে র্যাব।অনিক চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি প্রার্থী ও চন্দ্রগঞ্জ ইউনিয়নের পশ্চিম লতিফপুর গ্রামের আবদুল হকের ছেলে।চন্দ্রগঞ্জ থানার ওসি এমদাদুল হক বলেন, র্যাব মামলার পর আসামিকে আমাদের কাছে হস্তান্তর করেছে। তাকে অস্ত্র মামলায় লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত