ইত্তেহাদ নিউজ ডেস্ক : তিন বছর আগে ক্ষমতা দখল করা মিয়ানমারের সামরিক সরকার একের পর এক পরাজয়ের মুখে পড়ছে বিদ্রোহীদের কাছে। এরই ধারাবাহিকতায় দেশটির রাখাইন রাজ্যজুড়ে অভিযান অব্যাহত রেখেছে আরাকান আর্মি (এএ)। জাতিগত থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্সের এ অঙ্গ সংগঠনটি শান রাজ্যে নিজেদের অবস্থান এগিয়ে রাখতে বড় ভূমিকা রেখেছে। দক্ষিণ চিন রাজ্যসহ ১০টি শহর হাতছাড়া হয়েছে জান্তা সরকারের, যা জান্তার জন্য বড় পরাজয়। এতে জান্তার অগোছালো রাজনৈতিক অবস্থা ফুটে উঠেছে। এ অবস্থায় রাখাইন শাসনের দ্বারপ্রান্তে রয়েছে আরাকান আর্মি। খবর ইরাবতী ও রেডিএরাখাইনে মিয়ানমারের সামরিক বাহিনী পিছিয়ে আছে, অন্যদিকে কাচিন ইন্ডিপেনডেন্স আর্মি জিতেই চলেছে। ভামো-মিটকিনা হাইওয়ে বরাবর শেষ সামরিক ক্যাম্প দখল করার পর চীনের সঙ্গে একটি প্রধান বাণিজ্য রুটের নিয়ন্ত্রণ নিয়েছে এএ। কাইন রাজ্যে একসময়ের কট্টর জান্তাপন্থি সীমান্তরক্ষী বাহিনী এখন সেখানে তাদের অবস্থান রক্ষা করছে এবং নিজেদের ও নেপিদোর মধ্যে কিছুটা দূরত্ব স্থাপন করছে। তায়াং ন্যাশনাল লিবারেশন আর্মি এবং মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মির বিরুদ্ধে লাশিও থেকে পাল্টা আক্রমণ ঘোষণা করেছে জান্তা। তবে রাখাইন রাজ্যে সামরিক বাহিনী তাদের গুরুত্বপূর্ণ আঞ্চলিক পরাজয়ের মুখে রয়েছে। গত বছরের ১৩ নভেম্বর আক্রমণ শুরু হওয়ার পর থেকে এএ রাখাইনের ১৭টি টাউনশিপের মধ্যে ছয়টি এবং বেশ কয়েকটি ছোট শহর দখল করেছে, অন্য রাজ্যগুলোতে চলছে আক্রমণ।এদিকে শনিবার জান্তা বাহিনী দেশটির পূর্বাঞ্চলীয় থাইল্যান্ড সীমান্তবর্তী একটি শহরের নিয়ন্ত্রণ হারায়। সেনা অভ্যুত্থানবিরোধী অন্য সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে মিলে কয়েক সপ্তাহ ধরে হামলা চালিয়ে আসছিল জাতিগত কারেন বিদ্রোহীরা। শেষ পর্যন্ত সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ শহর মায়াওয়াদ্দির নিরাপত্তায় নিয়োজিত শত শত সেনা আত্মসমর্পণে রাজি হয়েছে।থাইল্যান্ডের সঙ্গে মিয়ানমারের স্থল বাণিজ্যের বেশির ভাগই হয়ে থাকে মায়াওয়াদ্দি শহরের মাধ্যমে। শুক্রবার কারেন ন্যাশনাল ইউনিয়ন ঘোষণা দিয়েছে, মায়াওয়াদ্দি শহরের ১০ কিলোমিটার পশ্চিমে থাঙ্গানিনাংয়ে অবস্থিত সেনা ব্যাটালিয়নের আত্মসমর্পণের প্রস্তাব তারা গ্রহণ করেছে।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত