ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠিতে দুর্ঘটনায় নিহত ১৪ জনের পরিচয় মিলেছে। নিহতদের মধ্যে প্রাইভেটকারে ছিলেন সাতজন। চালক ছাড়া ছয়জন একই পরিবারে সদস্য। নিহত অন্যরা অটোরিকশার যাত্রী ও পথচারী ছিলেন বলে জানা গেছে। অটোরিকশার যাত্রীরা একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন বলে জানিয়েছে পুলিশ।বুধবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় নিহতদের স্বজন ও পরিবারের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। তবে প্রশাসনের পক্ষ থেকে এখনও নিহতের নাম-পরিচয় জানানো হয়নি।মারা যাওয়া এক পরিবারের ছয়জন হলেন রাজাপুর উপজেলার সাংগর গ্রামের বাসিন্দা হাসিবুর রহমান (৩২), তার স্ত্রী নাহিদা আক্তার (২৭), তাদের সন্তান তাকিয়া (৪) ও তাহমিদ (৮ মাস) এবং হাসিবুরের শ্যালক বিমান বাহিনীর সদস্য সদ্যবিবাহিত ইমরান (২৬) ও তার স্ত্রী নিপা (২২)। তারা সবাই প্রাইভেট কারের যাত্রী ছিলেন। এই পরিবারের সঙ্গে প্রাইভেট কারের চালকও নিহত হয়েছেন।হাসিবুর ও নাহিদার স্বজনরা জানিয়েছেন, মাইক্রোবাসে করে বরিশালে যাচ্ছিলেন তারা। এদের মধ্যে ইমরান-নিপার একমাস আগে বিয়ে হয়েছে। নবদম্পতির ইচ্ছা ছিল বরিশাল থেকে কুয়াকাটা গিয়ে হানিমুন করবেন।হাসপাতালে নাহিদার বোন তরিকা আক্তার বিলাপ করে বলেন, ‘ওরে নাহিদা রে, তোদের ছাড়া আমি ক্যামনে থাকবো? তোদের ছোট ছোট সন্তানদেরও আদর করে দিলাম। এটাই যদি শেষ আদর হবে বুঝতাম, তাহলে আরও বেশি করে আদর দিতাম!’এ ছাড়া দুর্ঘটনার শিকার হয়েছে তিন অটোরিকশা। পুলিশ জানিয়েছে, তিনটি অটোরিকশায় করে ২৪ জন একটি বিয়ের অনুষ্ঠানে (বৌ-ভাত) যাচ্ছিলেন। দুপুরে গাবখান টোলপ্লাজায় টোল দেওয়ার জন্য অপেক্ষা করছিল তারা।
নিহত অন্যরা হলেন অটোরিকশার যাত্রী গাবখানের সেলিম হাওলাদারের ছেলে নজরুল (৩৫), ওস্তাখান গ্রামের মান্নান মাঝির ছেলে শফিকুল মাঝি (৫০), শেখেরহাট নওপাড়ার আব্দুল হাকিমের ছেলে আতিকুর রহমান সাদি (১১), কাঠালিয়ার তালগাছিয়ার ইব্রাহিমের স্ত্রী তাহমিনা (২৫), তার মেয়ে নুরজাহান (৭), রাজাপুরের উত্তর সাউথপুরের হাসিবুর রহমানের স্ত্রী সনিয়া বেগম (৩০), স্বরূপকাঠির রুহুল আমীন ও টোল প্লাজার সামনের প্রতিবন্ধী ভিক্ষুক শহিদুল ইসলাম।
১৪ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন ঝালকাঠির সিভিল সার্জন ডা. জহিরুল ইসলাম। নিহতরা সবাই ঝালকাঠি জেলার বাসিন্দা।এর আগে দুপুর ২টার দিকে জেলার গাবখান সেতুর টোলপ্লাজা এলাকায় প্রাইভেট কার ও অটোরিকশাকে একটি ট্রাক চাপা দেয়। এতে এখন পর্যন্ত ১৪ জন নিহতের খবর পাওয়া গেছে। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ১৭ জন।
এদিকে অটোরিকশা ও প্রাইভেট কারকে চাপা দেওয়া সেই ট্রাকচালক এবং তার সহযোগীকে আটক করেছে পুলিশ। দুর্ঘটনার পর বুধবার (১৭ এপ্রিল) বিকেল ৫টার দিকে জেলার বাসন্ডা ইউনিয়নের বাড়ইগাতি এলাকা থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানিয়েছে, তারা একই সঙ্গে সেখানে অবস্থান করছিলেন।
আটককৃত চালকের নাম আল আমিন হাওলাদার। তার বাড়ি ঝালকাঠি সদরের নবগ্রামে। আর সহকারী নাজমুল শেখ খুলনা সদরের বাসিন্দা। ঝালকাঠির পুলিশ সুপার আফরুজুল হক টুটুল এসব তথ্য নিশ্চিত করেছেন।
ঝালকাঠির জেলা প্রশাসক তারাহ গুল নিঝুম জানান, দুর্ঘটনার তদন্তে ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রুহুল আমিনকে প্রধান করে ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী পাঁচদিনের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত