ইত্তেহাদ নিউজ ডেস্ক : গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় বিমান হামলা, স্থল অভিযান ও নির্বিচারে গণহত্যা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। যার প্রেক্ষিতে উপত্যকাটিতে নিহত হয়েছেন হাজার হাজার মানুষ।এবার গাজার খান ইউনিস শহরে নাসের মেডিকেল কমপ্লেক্সে একটি গণকবরের সন্ধান পাওয়া গেছে। সেখান থেকে ৫০টি মরদেহ উদ্ধার করা হয়েছে।ফিলিস্তিনের জরুরি সেবা বিভাগ গণকবরটির উন্মোচন করে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোষ্টের মাধ্যমে জরুরি সেবা বিভাগ জানায়, ‘আমাদের দল অবশিষ্ট শহীদদের মরদেহ খুঁজে পেতে সামনের দিনগুলোতেও অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালাবে। কেননা, সেখানে (শহরটিতে) এখনো উল্লেখযোগ্যসংখ্যক শহীদের মরদেহ রয়েছে।’গত ৭ এপ্রিল গাজার দক্ষিণাঞ্চলীয় এ শহর থেকে সেনা প্রত্যাহার করে নেয় ইসরায়েল। তারপরই এ গণকবরের সন্ধান পাওয়া গেল।এর আগে গত ৭ এপ্রিল গাজার উত্তরাঞ্চলে আল–শিফা হাসপাতালে আরেকটি গণকবরের সন্ধান পাওয়া যায়। এর আগে গত মাসে আল শিফাতে ভয়াবহ হামলা ও অভিযান চালায় ইসরায়েলি বাহিনী।
গত ১ এপ্রিল হাসপাতালে অভিযান সমাপ্ত ঘোষণা করে ইসরায়েলি বাহিনী। এরপর থেকেই ফিলিস্তিনের বিভিন্ন মন্ত্রণালয়ের সহায়তায় সেখানে মরদেহ খোঁজা শুরু হয়।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত