বরিশাল অফিস : তীব্র তাপদাহ থেকে জনসাধারণকে স্বস্তি দিতে সাধারণ মানুষের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ করেছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বরিশাল সার্কেল অফিস।
আজ শুক্রবার (২৬ এপ্রিল) দুপুরে পুলিশ লাইনস রোডে অবস্থিত তত্ত্বাবধায়ক প্রকৌশলীর কার্যালয়ের সামনে থেকে পথচারী, দিনমজুর, রিকশাচালক, খেটে খাওয়া মানুষ, থেকে শুরু করে সকল শ্রমজীবী সাধারণ মানুষের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ করা হয়।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বরিশাল সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এস এম সহিদুল ইসলাম এ কার্যক্রমের নেতৃত্ব দেন। যতদিন এই তীব্র তাপদাহ থাকবে প্রতিদিনই এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি নিশ্চিত করেন।
এ সময় উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বরিশাল জেলার নির্বাহী প্রকৌশলী জনাব মোঃ ইমরান তরফদার, সহকারী প্রকৌশলী বায়েজিদুল ইসলাম, সহকারী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী রূপ কুমার,উপ-সহকারী প্রকৌশলী মোঃ আনিছুর রহমান।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত