ইত্তেহাদ নিউজ ডেস্ক : নাটক সিনেমায় মূলত মায়ের ভূমিকায় বেশি দেখা গেছে প্রখ্যাত অভিনেত্রী দিলারা জামানকে। মাঝে মধ্যে অন্য ভূমিকায়ও তাকে দেখা যায়। বিশেষ করে গত ঈদে মুক্তিপ্রাপ্ত ‘রাজকুমার’ নামে একটি সিনেমায় তিনি ছিলেন শাকিব খানের দাদি। এবার কুরবানির ঈদের জন্য নির্মিত ‘জংলী’ নামের একটি সিনেমায় তিনি হচ্ছেন চিত্রনায়িকা শবনম বুবলীর দাদি।
গতকাল থেকে রাজধানীর মিরপুরে তিনি এ সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছেন। এটি পরিচালনা করছেন এ রহিম। এ প্রসঙ্গে দিলারা জামান বলেন, ‘মায়ের চরিত্রেই বেশি কাজ করেছি। অন্যান্য চরিত্রেও কাজ করা হয়েছে। তবে দাদির চরিত্রে সিনেমায় খুব কম কাজ করেছি। গত ঈদে রাজকুমার সাফল্য পেয়েছে শুনে খুব খুশি হয়েছি। আমাদের আবেগঘন অভিনয় সে সময় ইউনিটের সবাইকে ভীষণ আবেগী করে তুলেছিল।
আশা করছি নতুন এ সিনেমায়ও একই ভূমিকা দর্শক পছন্দ করবেন।’ তিনি আরও জানান, প্রচণ্ড গরমে কাজ করতে তাই খুবই কষ্ট হচ্ছে। চাইলেও অনেক বেশি কাজ করতে পারছেন না। তাই যে কাজগুলোর প্রতি বেশি ভালোলাগা জন্মাচ্ছে সেগুলোই করার চেষ্টা করছেন। কারণ ঢাকার উত্তরার বাসায় তিনি একাই থাকেন। দুই মেয়ে দেশের বাইরে থাকেন। তাই ভীষণ সতর্কভাবে চলাফেরা করতে হয় তাকে। উল্লেখ্য, জংলী সিনেমার নায়ক সিয়াম আহমেদ। এ সিনেমার মাধ্যমে প্রথমবার জুটি হিসাবে দেখা যাবে সিয়াম ও বুবলীকে।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত