ইত্তেহাদ নিউজ,বাকেরগঞ্জ :বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আফজাল হোসেনের সরকারি ফোন নম্বর ক্লোন করে প্রার্থীদের কাছে টাকা চাওয়ার অভিযোগ পাওয়া গেছে।সোমবার (২৯) এপ্রিল সকাল ৮টা থেকে বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি গণ্যমান্য ব্যক্তি ও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের কাছে প্রথমে ওসির ফোন নম্বর থেকে কল দিয়ে বলেন অন্য নম্বর দিয়ে কল দিচ্ছি। পরবর্তীতে অন্য ফোন নম্বর থেকে টাকা চাওয়া শুরু হয়।
এ বিষয়ে থানার ওসি বলেন, ‘আমার সরকারি ফোন নম্বর থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি ও উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থীদের ফোন দেয় প্রতারক চক্র। যাদেরকে কল দিয়েছে প্রথম থেকেই তাদের সন্দেহ হলে চেয়ারম্যান প্রার্থী অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন কামরুল ইসলাম আমাকে কল দিয়ে এই প্রতারক চক্র সম্পর্কে বলে।
তিনি বলেন, ‘আমার কাছে মনে হয়েছে নির্বাচনকে সামনে রেখে বিতর্ক সৃষ্টি করার জন্য এমন কাজ করছে কোনো গোষ্ঠী। তবে সবাইকে বলবো যদি এই প্রতারকচক্র কাউকে ফোন করে আমার পরিচয় দেয় তাহলে ফোন কেটে দিয়ে কল ব্যাক করবেন।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত