বরিশাল অফিস : বরিশাল মহানগর আওয়ামীলীগের কোষাধক্ষ নগরীর আমবাগান এলাকার বাসিন্ধা মোঃ তৌহিদুল ইসলাম সহ দুই জনের বিরুদ্ধে সাইবার অপরাধে আদালতে মামলা দায়ের হয়েছে। অপর আসামী একই এলাকার মিয়া এরশাদুল ইসলাম জিয়া। মঙ্গলবার (৩০ এপ্রিল) বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক আমবাগান এলাকার বাসিন্ধা মোঃ মোস্তাফিজুর রহমান সুমন বাদী হয়ে বরিশাল সাইবার ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেন। বিচারক দীর্ঘ শুনানী শেষে মামলাটি আমালে নিয়ে কোতয়ালী থানা পুলিশকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
মামলা ও তথ্য সুত্রে জানা যায়. ২০১৬ সালে তৌহিদুল ইসলামের নিকট ত্রিশ লাখ টাকার চেক জামানত রেখে তিনশত টাকার নন জুডিশিয়াল স্টাম্পে লিখিত চুক্তিপত্রের মাধ্যমে মোস্তাফিজুর রহমান ৩০ লাখ টাকা নেয়।। এর দুই দিন পরে প্রায় ২১ লাখ টাকা ফেরত নেয় তৌহিদুল ইসলাম। বাকি প্রায় ৯ লাখ টাকার সুদ আসল সহ আরো প্রায় ২২ লাখ টাকা নেন তৌহিদুল ইসলাম।। সকল টাকা সুদ আসল সহ পরিষদের পর চুক্তির ৭ বছর পর পুরানো চেক ও স্টাম্প দিয়ে সুমনের বরুদ্ধে তৌহিদুল ইসলাম মামলা দায়ের করে। ঐ মামলায় মোস্তাফিজুর রহমান উচ্চআদালত থেকে জামিন নিয়ে বরিশাল আদালত থেকেে জামিন নেন। এতে ক্ষুব্ধ হয়ে তৌহিদুল ইসালাম মোস্তাফিজুর রহমান সুমন ও আদালতকে ইঙ্গিত করে ফেজবুকে মান হানিকর ও মিথ্যা বানোয়াট কথা লিখে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় এবং তার অনুগত একাধিক ব্যাক্তি দিয়ে মান হানিকর কমেন্টস করায়। আদালতে বিচারাধীন মামলার বিষয়ে সামাজিক ঢ়োগাযোগ মাধ্যমেে মানহানিকর বনোয়াট তথ্য ছাড়ানোর অপরাধে ৩০ এপ্রিল মঙ্গলবার মোস্তাফিজুর রহমান সুমন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত