ইত্তেহাদ নিউজ ডেস্ক : গাড়ি পার্ক করতে গিয়ে হেনস্থার শিকার হলেন কলকাতার অভিনেত্রী অনুমিতা দত্ত। অভিনেত্রীর অভিযোগ, স্থানীয় কয়েকজন অভিনেত্রী ও তার পরিবারের উপর চড়াও হন। এমনকী, অভিনেত্রীর মাকে চুলের মুঠি ধরে মারধরও করে তারা। হামলায় অভিনেত্রী ও তার মা আহত হয়েছেন। অভিনেত্রী পুলিশের সহায়তা না পেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন।ভারতীয় সংবাদমাধ্যমে অনুমিতা জানিয়েছেন, হাওড়ার ডোমজুড়ে মাকে নিয়ে গাড়ি করে বোনের বাড়ি যাচ্ছিলেন অনুমিতা। ডোমজুড়ে একটি দোকানের সামনে গাড়ি রাখা নিয়ে বচসা শুরু হয়।অভিনেত্রীর অভিযোগ, দোকানদার অভিনেত্রীকে দোকানের সামনে গাড়ি রাখতে বাধা দেন। তাতে আবার পালটা আপত্তি জানান অনুমিতা। তার বক্তব্য, নো পার্কিং জোন লেখা নেই। দোকানে ভিড়ও নেই। তাহলে তিনি কেন গাড়ি সরাবেন!এই নিয়ে যখন বাক-বিতণ্ডা চলছে অভিযোগ সেই সময় কয়েকজন লোক এসে হামলা চালায়। অভিনেত্রীর মাকে চুলের মুঠি ধরে টানতে টানতে রাস্তায় নিয়ে গিয়ে ফেলে। অনুমিতাকেও মারধর করার অভিযোগ ওঠে। মারধরে জখম হয়ে থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশ অভিযোগ নিতে অস্বীকার করে বলে দাবি অনুমিতার।পরে হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসার পর ফের থানায় গেলে তাদের মৌখিকভাবে জানানো হয়, এফআইআর দায়ের করা হয়েছে। কিন্তু এফআইআর কপি দেওয়া হয়নি বলেও দাবি অনুমিতার।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত