ইত্তেহাদ নিউজ,বরিশাল : চলতি এসএসসি পরীক্ষায় বরিশাল বোর্ডে ৮৯ দশমিক ১৩ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।গত বছর যা ছিল ৯০ দশমিক ১৮ শতাংশ।এবার মোট জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ১৪৫ জন। গত বছর যা ছিল ৬ হাজার ৩১১ জন।রোববার (১২মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন।তিনি আরও জানান, বরিশালে এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৮৮ হাজার ৮৪৫ জন। এর মধ্যে অংশ নিয়েছে ৮৭ হাজার ৭৩৪ জন। আর পাস করেছে ৭৮ হাজার ১৯৭ জন। আর বহিষ্কার হয়েছে ৫১ জন।তিনি আরও জানান, বিভাগের ৬ জেলার মধ্যে এ বছর ১৪৮৯টি বিদ্যালয় অংশগ্রহণ করেছে। এরমধ্যে ২২২টি স্কুলের শিক্ষার্থী শতভাগ পাস করেছে। এছাড়া কেন্দ্র ছিল ১৯৬টি। তবে পাশের হারের সাথে সাথে এ বছর জিপিএ ৫ এর সংখ্যা কমেছে।
মেয়েরা এগিয়ে
বরিশাল শিক্ষা বোর্ডে এবার এসএসসি পরীক্ষায় পাসের হার ৮৯ দশমিক ১৩ শতাংশ। বিগত বছরগুলোর মতো গড় পাসের হারে, জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে।রোববার (১২ মে) ঘোষিত ফলাফল অনুযায়ী, গত বছরের চেয়ে এবার পরীক্ষার্থীর সংখ্যা তিন হাজার ১২১ কম। সেইসঙ্গে কিছুটা কমেছে পাসের হার।বরিশাল বোর্ডে এসএসসিতে মেয়ে শিক্ষার্থীদের পাসের হার ৯১ দশমিক ৮৬ শতাংশ এবং ছেলে শিক্ষার্থীদের পাসের হার ৮৬ দশমিক ০২ শতাংশ। চার বছরের মতো সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখল মেয়েরা।বিষয়ভিত্তিক পাসের হারেও এগিয়ে রয়েছে মেয়েরা। বিজ্ঞান বিভাগে মেয়েদের পাসের হার ৯৬ দশমিক ৪৮ শতাংশ এবং ছেলেদের পাসের হার ৯৪ দশমিক ৬৪ শতাংশ।মানবিক বিভাগে মেয়েদের পাসের হার ৮৯ দশমিক ৫০ শতাংশ এবং ছেলেদের পাসের হার ৮০ দশমিক ৮৯ শতাংশ। ব্যবসায় শিক্ষা বিভাগে মেয়েদের পাশের হার ৯৪ দশমিক ৭৮ শতাংশ এবং ছেলেদের পাসের হার ৮৭ দশমিক ৬৭ শতাংশ।মোট তিন হাজার ৫১৫ ছাত্রী জিপিএ-৫ পেয়েছে। আর ছেলেদের জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা ২ হাজার ৬৩০টি।বরিশাল শিক্ষা বোর্ডের দেওয়া তথ্য অনুযায়ী, এবার বিভাগের ছয় জেলার এক হাজার ৪৮৯টি স্কুল থেকে ৮৮ হাজার ৮৪৫ জন পরীক্ষায় অংশ নেয়। মধ্যে ১৯৬টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয় ৮৭ হাজার ৭৩৪ জন। পাস করেছে ৭৮ হাজার ১৯৭ জন।পরীক্ষায় ৫১ জনকে বহিষ্কৃত করা হয়। এর মধ্যে ছেলেদের সংখ্যা মেয়েদের দ্বিগুণেরও বেশি।বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন বলেন, গত বছরের চেয়ে পাসের হার ও জিপিএ-৫ তেমন কমেনি। তবে এবার ফলের গুণগত মানের উন্নতি ঘটেছে।তিনি বলেন, এবার বোর্ডের অধীনে বরিশাল কেন্দ্রীয় কারাগারে বসে তিনজন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। যতদূর জেনেছি, তারাও পাস করেছে।
বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় ২২২ টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা শতভাগ পাস করেছে। এর আগের বছর ২৩১টি বিদ্যালয়ে শতভাগ পাস করেছিল।এবার শতভাগ পাস করেনি এমন কোনো বিদ্যালয় নেই বলে জানিয়েছেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন।তিনি জানান, বোর্ডের আওতাধীন ১ হাজার ৪৮৯টি বিদ্যালয়ের মধ্যে ২২২টি বিদ্যালয়ের পরীক্ষার্থীরা শতভাগ পাস করেছে, যার মধ্যে বরিশাল জেলায় সর্বোচ্চ ৮৩টি, এরপর পিরোজপুরে ৫১টি, ভোলায় ২৭টি, ঝালকাঠিতে ২৬টি, বরগুনায় ২১টি ও পটুয়াখালীতে ১৪টি বিদ্যালয় রয়েছে।এছাড়া বোর্ডের আওতায় ৬ জেলায় ১ হাজার ২৪৮টি বিদ্যালয়ে ৫০ শতাংশের ওপরে শতভাগের নিচে পাস করেছে। আর ৫০ শতাংশের নিচে পাস করেছে ১৯ বিদ্যালয়।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত