নন্দন দত্ত, সিউড়ি: মাথায় গামছা বেঁধে, সাইকেলে ঝুড়ি চাপিয়ে যিনি বীরভূমের ছোট গ্রামে গান গেয়ে বাদাম বেচতেন। মুখে থাকত ‘কাঁচা বাদাম’ গান। এই গানেই রাতারাতি ভাইরাল ভুবন বাদ্যকর। তার পর অনেকটা সময় কেটে গিয়েছে। নতুন জীবনকে আপন করে নতুনভাবে বাঁচার চেষ্টায় দুবরাজপুরের বাসিন্দা। লোকসভা ভোটের (Lok Sabha Election 2024) জন্য দিলেন বিশেষ বার্তা।সোমবার ছিল চতুর্থ দফার নির্বাচন। হলুদ পাঞ্জাবি পরে, হাতে মালা নিয়ে ভোট দিতে যান ভুবন বাদ্যকর। তার ফাঁকেই বলেন, “গণতান্ত্রিক মাধ্যমে সবাইকে সুস্থভাবে ভোট দিতে বলছি। সাধারণ মানুষ যেন আনন্দ পায় ভোট দিয়ে। যেই জিতুক, কে জিতবে সেটা বলতে পারব না। তাই সবাইকে বলছি, দাদা-দিদি, ভাই-বন্ধু-মা মিলে, সবাই মিলেমিশে থাকুক। আনন্দে থাকুক। আনন্দে গান গাক। যদি আনন্দ করে থাকতে পারে আমাদেরও ভালো লাগবে।২০২১ সালে বিধানসভা নির্বাচনের আগে বাদাম কাকু বিখ্যাত হন। সারা বিশ্বের লক্ষ লক্ষ মানুষ এই গান শুনেছিলেন। সেই সময় মোবাইলে ফেসবুক, ইউটিউব, টিকটক খুললেই ফেরিওয়ালার সেই বাদাম বিক্রির গান বেজে উঠত। বীরভূমের দুবরাজপুর ব্লকের লক্ষ্মীনারায়ণপুর পঞ্চায়েতের কুড়ালজুড়ি গ্রামে তখন কাঁচা বাদামের খোঁজে ভিড় জমত। কিন্তু আইনি জটিলতা এবং ভুলপথে চালিত হওয়ার কারণে নিজের তৈরি গানের স্বত্ব থেকে বঞ্চিত ছিলেন শিল্পী।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত