ইত্তেহাদ নিউজ ডেস্ক : পর্দা উঠেছে ৭৭তম কান চলচ্চিত্র উৎসবের। দক্ষিণ ফ্রান্সের রিজোর্ট শহর কান-এ প্রতি বছর সাধারণত মে মাসে এই উৎসব হয়ে থাকে। ছবির প্রিমিয়ার, প্রতিযোগিতা, বাজার আর লালগালিচায় তারকাদের উপস্থিতি মিলিয়ে এবারও জমজমাট কান সৈকত। বিশ্বের বিভিন্ন দেশ থেকে পরিচালক, প্রযোজক, অভিনয়শিল্পীরা উপস্থিত হয়েছেন।প্রতিবারের মতো এবারও ভারত থেকে কানে গেলেন একাধিক অভিনেত্রী। ইতোমধ্যে কানের লাল গালিচায় নজর কেড়েছেন ঐশ্বরিয়া রাই বচ্চন ও উর্বশী রাওতেলা। এবার কানে দ্যুতি ছড়াতে যাচ্ছেন অভিনেত্রী কিয়ারা আদভানি।
বলিউড হার্টথ্রব কিয়ারা আদভানি এই প্রথমবার কান ফিল্ম ফেস্টিভ্যালে হাজির হয়েছেন। ‘রেড সি ফিল্ম ফাউন্ডেশন উইমেন ইন সিনেমা’ গালায় ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছেন তিনি। রেড কার্পেটে হাঁটার আগে নায়িকা তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে কান চলচ্চিত্র উৎসবে নিজের সাজসজ্জার একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওটি শেয়ার করে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘রিভেরায় মিলনমেলা।’কানে মানানসই মুক্তার লম্বা দুল ও পায়ে সাদা হাই হিল। তার এক হাতে ছিল আংটি, অন্য হাতের কব্জিতে সুন্দর কাজ করা রিস্টব্যান্ড। কিয়ারার পোশাকটি ডিজাইন করেছেন প্রবাল গুরুং, সঙ্গে স্টাইলিস্ট ছিলেন লক্ষ্মী লেহর। ইনস্টাগ্রামে অভিনেত্রীর ভিডিও দেখে বেশ উচ্ছ্বসিত ভক্ত অনুরাগীরা। প্রথমবারের মতো কানের মঞ্চে গেলেন কিয়ারা, তাই অভিবাদনও জানাচ্ছেন সবাই।
এ বছর কানে ভারতীয় অভিনেত্রীদের মধ্যে নজর কেড়েছেন উর্বশী রাওতেলা ও ঐশ্বরিয়া রাই বচ্চন। প্রতি বছরের মতো এবারও ঐশ্বরিয়ার পোশাক ছিল আকর্ষণের কেন্দ্রে। তবে প্রথমদিন প্রশংসায় ভাসলেও পরেরদিনই সমালোচনার মুখে পড়েন অভিনেত্রী! এর আগেও একাধিকবার কানে নিজের পোশাকের কারণে সমালোচনার মুখে পড়েন ঐশ্বরিয়া।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত