ইত্তেহাদ নিউজ ডেস্ক : খরতাপ ও কড়া সূর্যালোকে শুধু ত্বক নয়, চুলও নিষ্প্রাণ হয়ে পড়ে। এ সময় চুলের দরকার বিশেষ যত্ন। প্রখর রোদে চুল বাঁচানোর পরামর্শ ।
চুলেও সানস্ক্রিন
রোদ থেকে ত্বকের সুরক্ষায় সানস্ক্রিন ব্যবহারের কথা আমরা অনেকেই জানি।
কিন্তু চুলেও সমান ক্ষতি করে সূর্যের অতিবেগুনি রশ্মি। এ জন্য চুলেও সানস্ক্রিন ব্যবহার করতে হবে। অনেক কন্ডিশনারেই পাওয়া যাবে সানস্ক্রিনের মতো উপকারিতা।
এগুলো চুলে দেওয়ার পর ধুয়ে ফেলার দরকার হয় না।
রোদে বের হওয়ার আগে চুলের আগা থেকে ভেতরের দিকে লাগিয়ে নিতে পারেন। হেয়ার সিরাম সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে সুরক্ষা দিতে কার্যকর। নিয়মিত কন্ডিশনার বা হেয়ার সিরাম ব্যবহার করলে রোদেও চুল নিস্তেজ হবে না।
প্রতিদিন চুল পরিষ্কার
গ্রীষ্মের এই সময়ে বাতাসের ধুলাবালি, ঘাম ইত্যাদি জমে চুল নোংরা হয়ে পড়ে।
এ জন্য এ সময় প্রতিদিন চুল পরিষ্কার করতে হবে। এতে ধুলাবালি পরিষ্কার হবে। চুলে খুশকি হবে না। চুলে আর্দ্রতা এনে দেয় এমন শ্যাম্পু ব্যবহার করা ভালো।
কন্ডিশনিং
আমরা কেবল শ্যাম্পুর পরই চুলে কন্ডিশনার ব্যবহার করি।
আরো ভালো ফল পেতে গোসলের আগে প্রি-কন্ডিশনিং করতে পারেন। শুধু গরমে নয়, সব সময়ের জন্যই চুল ঠিকঠাক রাখতে প্রি-কন্ডিশনিং খুব উপকারী। সব ধরনের চুলেই এটা প্রযোজ্য। চুল ধোয়ার আগে পাঁচ মিনিটের জন্য চুলের লেন্থে নারিকেল বা জলপাই তেল লাগাতে পারেন। চুল নরম, স্বাস্থ্যকর ও ঝরঝরে করতে প্রি-কন্ডিশনিং কাজে দেয়।
আইস বাথ
আইস বাথ গরমের সময় চুলে আরাম এনে দেয়। চুল নরম ও চকচকে করতে সপ্তাহে একবার আইস বাথ উপকারী। শ্যাম্পু করার পর চুল বরফমিশ্রিত পানিতে ভিজিয়ে নিন। শুধু চুলের ডগায় করালেই উপকার মিলবে, পুরো চুলে নয়।
মাথায় স্কার্ফ বা টুপি
গরমে রোদ ও ধুলাবালি থেকে রক্ষা পেতে এ সময় বাইরে মাথায় স্কার্ফ বা টুপি ব্যবহার করুন। এতে রুক্ষতা ও শুষ্কতা থেকে চুল রক্ষা পাবে।
নিয়মিত চুল কাটা
গরমে আরামদায়ক কাট দিতে পারেন চুলে। চুল ভালো রাখতে এক থেকে দেড় মাস পর পর চুল কাটার পরামর্শ দেন হেয়ার এক্সপার্টরা। চুল কাটলে চুলের আগা ফাটাসহ বিভিন্ন সমস্যা থেকে রেহাই পাওয়া যায়। স্টাইলেও পরিবর্তন আসে।
হট স্টাইলিং টুল
গরমের সময় চুলে স্টাইল করতে হট স্টাইলিং টুল ব্যবহার করা থেকে বিরত থাকুন। গরমে চুল এমনিতেই নিস্তেজ হয়ে পড়ে। তার ওপর ঘন ঘন চুলে তাপ দিলে চুল দুর্বল হয়ে পড়ে। হট স্টাইলিং টুল তাই এড়িয়ে চলা ভালো।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত