ইত্তেহাদ নিউজ,ঝালকাঠি: পরাজিত হলেন ঝালকাঠির নারী নেত্রী ইসরাত জাহান সোনালী। সেই সঙ্গে ঝালকাঠি সদর উপজেলা পরিষদের টানা ১৫ বছরের প্রতিনিধিত্ব হারালেন তিনি। এবারের ভোট যে তার জন্য সুখকর হবে না, এর আভাস মিলেছিল আগেই। যার চূড়ান্ত ফল মিলল ২১ মে মঙ্গলবার। তার এ পরাজয়ে তিনি হারেননি ,হেরেছে অবহেলিতদের এক প্রতিনিধি ।
সদ্য অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনে সোনালীর হাঁস প্রতীকে ভোট পরেছে ১৮ হাজার ৯৯৮টি। তার প্রতিদ্বন্দ্বি উম্মে সালমা কলস প্রতীকে ৩৯ হাজার ৫৫৫ ভোট পেয়ে বেসরকারিভাবে মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। ঘোষিত ফলাফলে সালমার সাথে ২০ হাজারের অধিক ভোটে হেরফের।
বাবা ছিলেন ইউপি চেয়ারম্যান, ছাত্রজীবন থেকে সোনালীর জনপ্রিয়তা ছিলো বেশ। এলাকার মানুষের ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে ২০০৯ সালে ঝালকাঠি সদর উপজেলা পরিষদ নির্বাচনে নারী ভাইস চেয়ারম্যান পদে প্রথমবার নির্বাচন করেন তিনি। ঐ নির্বাচনে বিপুল ভোটে জয় লাভ করেন। পরবর্তিতে আরো দু'বার একই পদে নির্বাচন করে জয়ী হোন এই নারী নেত্রী। যা বর্তমান পরিষদ পর্যন্ত বহাল ছিলো। এছাড়াও ২০১৪ সাল থেকে জেলা আওয়ামলীগ এর মূল দলের সদস্য এবং ২০১৯ সাল থেকে ঝালকাঠি জেলা মহিলা আওয়ামলীগ এর সভাপতির পদ লাভ করেন।
২০১১ সাল থেকে অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের সাথে সম্পৃক্ত হয়ে এলাকার নারী নেত্রীদের সাথে নিয়ে অসহায় ও দরিদ্র মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করেন। অনেক সেচ্ছাসেবী সংগঠনের সাথে কাজ করেন তিনি। এতে করে দিনদিন তার জনপ্রিয়তা এবং বিভিন্ন পর্যায়ে পরিচিতি বাড়তে থাকে।
এবারের উপজেলা পরিষদ নির্বাচনে উম্মে সালমা নামের একজন নারী প্রার্থীর কাছে তাকে বিপুল ভোটে হেরে যেতে হয়েছে। ফলে অবহেলিত ও পিছিয়ে পড়া লোকজন হারিয়েছে তাদের একজন মুখপত্রকে। ইসরাত জাহান সোনালীর শোচনীয় পরাজয়ের কারনে ভেঙ্গে পড়েছে অসংখ্য লোকজন।
স্থানীয়রা জানিয়েছেন, উল্লেখযোগ্য পাঁচটি কারনে হেরেছেন এই নেত্রী। এর মধ্যে তৃণমূল নেতাকর্মীদের মূল্যায়ন না করা, ক্ষমতার দাপটে এলাকায় একচ্ছত্র আধিপত্য বিস্তার করা, গনমাধ্যম কর্মীদের সাথে অসাদাচরন করা, সরকার দলীয় নেতা কর্মী ও তাদের পরিবারের সাথে হিংসাত্বক মনোভাব প্রকাশ করা, স্থানীয় এমপির সু-নজর থেকে আড়াল হওয়াসহ আরো আরো অনেক কারনে স্থানীয় আওয়ামী লীগ এবং ভোটাররা এবার ইসরাত জাহান সোনালীকে ভোট দেয়নি অসংখ্য লোকজন।
এবারের উপজেলা পরিষদ নির্বাচনে ঝালকাঠি সদরে তিনজন নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর মধ্যে একমাত্র ইসরাত জাহান সোনালীর পেশা উন্নয়ন কর্মী। ডুপ্লেক্স বাড়িসহ নিজের সম্পদ রয়েছে কোটি টাকার উপরে। হলফনামায় তিনি এমনই তথ্য উল্লেখ করেছেন। স্বামীর নামেও সম্পদের কথা উল্লেখ করেছেন কিন্তু স্বামী কি পেশায় আছেন তা লেখেননি। এছাড়া পত্র -পত্রিকায় নেতিবাচক সংবাদ এবং তার বিরুদ্ধে অপপ্রচারের কারনে সোনালীর ভোট কমেছে।
ইসরাত জাহান সোনালী ৭ম শ্রেনীতে পড়া অবস্থায় রেড ক্রিসেন্ট এর যুব প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন পাশাপাশি গার্লস গাইড এসোসিয়েশনের বিভিন্ন কর্মকান্ডের সাথে যুক্ত হন। স্কুল জীবন থেকে অদম্য ইচ্ছা আর প্রবল উদ্দিপনার সহিতনিজেকেলিডারসিপ এর জায়গায় প্রতিষ্ঠিত করেন তার পিতার জনপ্রতিনিধিত্ব এবং রাজনৈতিক পদচারনা থেকে অনুপ্রানিত হয়ে ইসরাত জাহান সোনালীর নবম শ্রেনীতে পড়া অবস্থায় রাজনৈতি কমনোভব তৈরী হয়। তার নেতৃত্বে মহিলা কলেজে প্রথম ছাত্রলীগের কমিটি গঠন করা হয়, সেখানে তিনি সভাপতির দায়িত্ব পালন করেন।লেখাপড়া ও রাজনীতির পাশাপাশি সামাজিক বিভিন্ন কর্মকান্ডে যুক্ত হতে থাকেন। ধারা বাহিক ভাবে তার একনিষ্ট এবং বলিষ্ট নেতৃত্বের ফলে ২০০১ সালে ঝালকাঠি পৌর মহিলালীগ এর আহবায়ক কমিটির দায়িত্ব পায়।
ইসরাত জাহান সোনালী যে সকল কমিটিতে তিনি যুক্ত হয়েছেন-বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা কেন্দ্রীয় পরিষদের যুগ্ন-সাধারন সম্পাদক, জাতীয় সমাজ কল্যান পরিষদের সদস্য, বিভাগীয় অপরাজিতা নেটওয়ার্কের সাধারন সম্পাদক, জেলা অপরাজিতা নেটওয়ার্কের সভাপতি, জেলা নারী উন্নয়ন ফোরাম এর সভাপতি, বাংলাদেশ মহিলা পরিষদ ঝালকাঠি জেলা শাখার সাধারন সম্পাদক, মহিলা ক্রিড়া সংস্থা ঝালকাঠি জেলা শাখার সাধারন সম্পাদক, ধানসিড়ি বহুমূখি সমবায় সমিতির সাধারন সম্পাদক, জাতীয় অপরাজিতা নেটওয়ার্কের সদস্য।
ইসরাত জাহান সোনালীর পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক , রাজনৈতিক ও রাষ্ট্রীয় কাজে নিজেকে সব সময় নিয়োজিত রাখার স্বপ্ন লালন করেন। সেবা মূলক কর্মকান্ডের সাথে যুক্ত থেকে মানুষের সেবক হয়ে অপরাজিতা সোনালী পরিচয়ে এগিয়ে যেতে চান। তিনি মনে করেন পুরুষের পাশাপাশি নারীদেরকেও ক্ষমতায়িত হতে হবে ও নেতৃত্ব দানে নিজেদেরকে প্রস্তুত করতে হবে। নতুবাসমতা ও মূল্য বোধের জায়গায় নারীরা আজীবন পিছিয়ে পড়বে।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত