বরিশাল অফিস : বরিশাল মা ও শিশু কল্যান কেন্দ্রে ভুল চিকিৎসায় নবজাতক শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার (২ জুন) দুপুর দেড়টায় নগরীর কালিবাড়ি রোডস্থ মা ও শিশু কল্যান কেন্দ্রে নরমাল ডেলিভারি করানোর সময় এ ঘটনা ঘটে।
এ ঘটনার জন্য প্রসূতির স্বজনরা হাসপাতাল কর্তৃপক্ষকে দায়ী করেছেন। এ ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালে উত্তেজনা দেখা যায়। মারা যাওয়া নবজাতক নগরীর বাংলাবাজার বড় বাড়ি এলাকার মোঃ সাদ্দাম হোসেন ও সুমি আক্তার দম্পতির সন্তান বলে জানা যায়।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, প্রসূতি সুমি আক্তার রোববার সকাল ৬টায় প্রসব ব্যথা হলে বরিশাল জেলা মা ও শিশু কল্যান কেন্দ্রে ভর্তি করান, দুপুর দেড়টার দিকে ডাক্তার ছাড়াই নার্সদের মাধ্যমে ওই প্রসূতির নরমাল ডেলিভারির চেষ্টা করতে গিয়ে নবজাতক মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়। পরে অবস্থা বেগতিক দেখে তড়িঘড়ি করে নবজাতককে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল হাসপাতালে রেফার করেন। সেখানে ভর্তির আধ ঘন্টার মাথায় সে মারা যায়।
জানা যায়, ডেলিভারির সময় নবজাতক শিশুর মাথা আটকে যায়, এ সময় দায়িত্বরত নার্স লুবনা জাহান ও নুরজাহান নবজাতককে টানাটানির ফলে মাথায় মারাত্মক আঘাত হয়।
নিহত নবজাতকের বাবা মোঃ সাদ্দাম হোসেন জানান, চিকিৎসায় অবহেলার কারণে আমার বাচ্চার মৃত্যু হয়েছে। ভর্তি নেওয়ার পর থেকেই নানা ধরনের অবহেলা করতে থাকেন হাসপাতালের লোকজন। এমনকি অপারেশন থিয়েটারে নার্সরা নরমাল ডেলিভারির সময় বাচ্চাকে টানাটানির ফলে মাথায় আঘাতপ্রাপ্ত পায়। সেখানকার অবস্থা বেগতিক দেখে তড়িঘড়ি করে বাচ্চাকে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল হাসপাতালে রেফার করেন। সেখানে ভর্তির আধ ঘন্টার মাথায় সে মারা যায়।
বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক বলেন- নবজাতককে নরমাল ডেলিভারির চেষ্টা করা হলে মাথায় ব্যাপক আঘাত পেয়েছে। এতে নবজাতকের মাথার বিভিন্ন অংশে ক্ষত হয়েছে। এ কারণেই সে মারা গেছে।
এদিকে ঘটনাকে কেন্দ্র করে নিহত নবজাতকের আত্মীয়-স্বজন হাসপাতালে জড়ো হলে উত্তেজনা দেখা দেয়।
ঘটনা পর থেকে বরিশাল জেলা মা ও শিশু কল্যান কেন্দ্রের মেডিকেল অফিসার রুনা লায়লাকে হাসপাতালে পাওয়া যায়নি। এমনকি তার ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার কল করা হলে তিনি তা রিসিভ করেন নি।
এ বিষয়ে কোতয়ালী মাডেল থানার ওসি আরিচুল হক বলেন, বিষয়টি আমার জানা নেই। কেউ অভিযোগও করেনি। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত