ইত্তেহাদ নিউজ, কলাপাড়া : পটুয়াখালীর কলাপাড়ায় শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হয়ে আনুমানিক ৫৫ বছর বয়সী অজ্ঞাত এক জেলের মৃত্যু হয়েছে।
রোববার (১৬ জুন) ভোররাতে মহিপুর আলীপুর বন্দরের ঘাটে মৎস্য ব্যবসায়ী খোকনের ট্রলারে ঘুমন্তাবস্থায় অসুস্থ হয়ে পড়েন ওই জেলে। এসময় অন্য জেলেরা তাকে চিকিৎসার জন্য কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে কলাপাড়ায় পাঠানো হয়। পরে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত ওই জেলেকে হাসপাতালে নিয়ে আসা দুলাল জানান, রাতে পাহারার জন্য একই ট্রলারে ছিলেন তিনি। কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও পরিচয়হীন ওই জেলের মৃত্যু হয়।
তবে পুলিশ জানায়, মৃত জেলেকে মোসলেম নামে ডাকতেন অন্য জেলেরা বলে জানা গেছে। এ ছাড়া লক্ষ্মীপুর রায়পুর এলাকায় তার বাড়ি- এমন কথাও শোনা যাচ্ছে।
কলাপাড়া থানার তদন্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে আমরা হাসপাতালে এসেছি। সত্যি বলতে মৃতের আসল নাম কি অথবা তার ঠিকানা কোথায়, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আমরা তার স্বজনদের খুঁজে পেতে চেষ্টা অব্যাহত রেখেছি।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত