ইত্তেহাদ নিউজ,ঢাকা :অবিশ্বাস্য হলেও সত্যি, সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়ার বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছোট ছেলে আসিফ মাহাদীন ঢাকায় একটি আলিশান বাড়ি, আফতাবনগরে একটি দামি প্লট ও ভাঙ্গায় এক একর জমির মালিক।
আছাদুজ্জামান মিয়ার অবৈধ সম্পদ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর তোলপাড়ের মধ্যে তার ছোট ছেলের নামে এসব সম্পদের নথি বিভিন্ন মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে।
নথিতে দেখা যায়,আসিফ মাহাদিনের জন্ম ২০০০ সালের ২৭ নভেম্বর। মাত্র ২৩ বছর বয়সে তার নামে রাজধানী নিকুঞ্জ-১ আবাসিক এলাকার ৮/এ রোডের ৬ নম্বর বাড়িটির মালিক হন তিনি। বাড়িটির বাজারমূল্য ১০ কোটি টাকার বেশি।এছাড়া আসিফ মাহাদীনের নামে আফতাবনগরে ৫ কাঠা প্লট আছে। এর বর্তমান বাজারমূল্য ৫ কোটি টাকার বেশি। এছাড়াও তার নামে ১ একর জমি রয়েছে ভাঙ্গা এলাকায়।
জানা গেছে,আছাদুজ্জামান মিয়ার এই ছোট ছেলে বর্তমানে যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। দেশটিতে তার বাবা বিভিন্ন সম্পত্তি গড়েছেন বলেও গণমাধ্যমে খবর এসেছে।সম্প্রতি আছাদুজ্জামান মিয়া ও তার পরিবারের সদস্যদের নামে থাকা বিপুল পরিমাণ সম্পদের তথ্য ফাঁস হয়। এ নিয়ে সংবাদমাধ্যমে একাধিক খবরও প্রকাশিত হয়েছে।
প্রকাশিত খবরে উল্লেখিত সম্পদের তুলনায় আছাদুজ্জামান ও তার পরিবারের প্রকৃত সম্পদ কত বেশি হতে পারে, তা নিয়েও প্রশ্ন উঠেছে। আছাদুজ্জামানের সম্পদের বিবরণী-সংক্রান্ত কিছু নথি বিভিন্ন মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে।সংবাদমাধ্যমের খবর এবং গুলো বলছে, পূর্বাচলের নিউ টাউনের ১ নম্বর সেক্টরের ৪০৬/বি রোডে ১০ কাঠা জমি রয়েছে আছাদুজ্জামান মিয়ার নামে,যার মূল্য এক কোটি টাকারও বেশি। এছাড়া আফতাবনগর ৩ নম্বর সেক্টরের এইচ ব্লকের ৮ নম্বর রোডের ৩৬ নম্বর প্লটে তার ২১ কাঠা জমি আছে।
প্রতিবেদন ও নথি অনুযায়ী,আছাদুজ্জামানের স্ত্রী আফরোজা জামানের নামে বসুন্ধরা আবাসিক এলাকার এল ব্লকের লেন-১-এ ১৬৬ ও ১৬৭ নম্বরে একটি ছয়তলা আলিশান বাড়ি রয়েছে। বর্তমানে বাড়িটি স্কুল হিসেবে ব্যবহৃত হচ্ছে। এ সম্পত্তির বাজারমূল্য প্রায় ৫০ কোটি টাকা।
এছাড়া আফরোজা জামানের নামে ইস্কাটন গার্ডেন ১৩/এ প্রিয়নীড়ে একটি ফ্ল্যাটের সন্ধান পাওয়া গেছে। ২০১৮ সালে তিনি বিশেষ কোটায় রাজউক থেকে একটি প্লট বরাদ্দ পান। অথচ রাজউকের নীতিমালা অনুযায়ী, স্বামী-স্ত্রী উভয়ের প্লট বরাদ্দ পাওয়ার সুযোগ নেই।
নথি অনুযায়ী,আফরোজা জামানের নামে গাজীপুর, ফরিদপুর ও নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমির সন্ধান মিলেছে। গাজীপুরের কালীগঞ্জ উপজেলার চাঁদখোলা মৌজায় তার নামে ১৩৭ শতাংশ জমি রয়েছে, যা কেনা হয়েছে ২০১৭ থেকে ২০১৯ সালের মধ্যে।২০২০ সালে একই এলাকার সাহারা মৌজায় তিনি ১৫ কাঠা জমি কেনেন। এছাড়া ২০১৮ সালে নারায়ণগঞ্জের রূপগঞ্জের কৈয়ামসাইল-কায়েতপাড়া মৌজায় ৬০.৬০ একর জমি কেনেন।
বিভিন্ন প্রতিবেদনে বলা হয়,আছাদুজ্জামান ও তার পরিবারের সদস্যদের মালিকানায় অন্তত দুটি কোম্পানির সন্ধান পাওয়া গেছে। আছাদুজ্জামানের স্ত্রী আফরোজা জামান উভয় কোম্পানির অংশীদার এবং মৌমিতা ট্রান্সপোর্ট লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।আসাদুজ্জামান ডিএমপি কমিশনার থাকাকালে রাজধানীর রুট পারমিট কমিটির প্রধান ছিলেন। নথি অনুসারে,তার আমলে মৌমিতা পরিবহনকে রুট পারমিট দেওয়া হয়।
মৌমিতা ট্রান্সপোর্ট লিমিটেডের ভাইস চেয়ারম্যান হারিসুর রহমান সোহান;তিনি আফরোজা জামানের সৎ ভাই। একসময় তিনি লেবার ভিসায় সৌদি আরবে গেলেও পরে বাংলাদেশে ফিরে ব্যবসা শুরু করেন।
এছাড়া আফরোজা জামান শেফার্ড কনসোর্টিয়াম লিমিটেড নামে আরেকটি কোম্পানির চেয়ারম্যান। এ কোম্পানির পরিচালক আসাদুজ্জামানের বড় ছেলে আসিফ শাহাদাত।আছাদুজ্জামান সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমকে বলেছেন, তিনি বৈধভাবে উপার্জিত অর্থ দিয়ে সম্পদ কিনেছেন এবং বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। সরকারকে বিব্রত করতে পরিকল্পিতভাবে এসব প্রতিবেদন প্রকাশ করা হয়েছে বলে তিনি দাবি করেন।ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন,পুলিশের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে দুর্নীতি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়।তিনি বলেন,পুলিশের শীর্ষ পদগুলো প্রায়শই রাজনৈতিক পৃষ্ঠপোষকতার মাধ্যমে অর্জিত হয়। আইন রক্ষার পরিবর্তে এই কর্মকর্তারা ভক্ষকে পরিণত হয়েছেন।
উচ্চপদস্থ কর্মকর্তা বা ক্ষমতাধর ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দৃঢ় সংকল্প দুদকের আছে কি না সংশয় রেখে এসব বিষয়ে সরকার ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অবস্থান স্পষ্ট করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন টিআইবি নির্বাহী পরিচালক।দুর্নীতির অনুসন্ধান করে ব্যবস্থা নেওয়া দুদকের কাজ মন্তব্য করে সুপ্রিম কোর্টের আইনজীবী মো.সালাহ উদ্দিন রিগ্যান বলেন,‘সাংবাদিকরা দুদকের কাজ ১২ আনা করে দিচ্ছে, তারা দাগ,খতিয়ান,বাড়ি নম্বর বের করে দিচ্ছে। এরপরও যদি দুদক অনুসন্ধান করতে না পারে, সেটি তাদের কর্তব্যে অবহেলা বলে মনে করি।’সুপ্রিম কোর্টের এ আইনজীবী বলেন,‘এখন দুদকের উচিৎ নিজ দায়িত্বে স্ব উদ্যোগে সবকিছু সঠিকভাবে অনুসন্ধান করা। আর তা যদি না পারে তাহলে মনে করতে হবে দুদক দন্ত্যহীন বাঘে পরিণত হয়েছে।’
সালাহ উদ্দিন রিগ্যান বলেন,‘যেহেতু বিষয়টির রিপোর্ট এসেছে। একজন সাবেক ডিএমপি কমিশনার এত সম্পদ কোথা থেকে পেল, কিভাবে পেল, দুদকের অনুসন্ধান করা উচিত। দেখা উচিৎ এই সম্পত্তি বৈধ না অবৈধ উপার্জনে করা।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত