ইত্তেহাদ নিউজ ডেস্ক : কারাগারে ফিলিস্তিনি বন্দিদের সংখ্যা এখন এত বেশি যে অবরুদ্ধ পশ্চিম তীরে অন্তত ২০টি গ্রেপ্তার অভিযান বাতিল করতে বাধ্য হয়েছে ইসরায়েল। দেশটির সরকারি সম্প্রচারমাধ্যম জানায়, ইসরায়েলি সেনাবাহিনী ও নিরাপত্তা সংস্থা চলতি সপ্তাহে অন্তত ২০টি গ্রেপ্তার অভিযান বাতিল করেছে কারণ কারাগারে বন্দিদের জন্য পর্যাপ্ত জায়গা নেই।
গত বছরের ৭ অক্টোবরে ইসরায়েলি ভূখণ্ডে মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠনের হামাসের হামলার পর বহু বছর ধরে চলা সামরিক অভিযান জোরাল করে ইসরায়েল। গাজায় বোমা হামলার পাশাপাশি পশ্চিমতীরেও চলতে থাকে অভিযান। গত ৮ মাসে এখন পর্যন্ত পশ্চিম তীর থেকে ৯ হাজার ৩৪৫ জন ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েলি বাহিনী।
ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটি জানিয়েছে, বেশিরভাগ আটকের ঘটনা ঘটেছে হেব্রন, রামাল্লা, কালকিলিয়া, জেরিকো এবং তুবাস এলাকা থেকে। শুধু তাই না, আটকের সময় ইসরায়েলি বাহিনী বন্দিদের ওপর হামলা করেছে, তাদের স্বজনদের হুমকি দিয়েছে এবং তাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত করেছে বলে জানানো হয়েছে।
ইসরায়েলের সরকারি হিসেব অনুযায়ী তাদের কারাগারে ফিলিস্তিনি বন্দি ধারণ ক্ষমতা ১৪ হাজার। সেখানে এখন ২১ হাজার বন্দি রয়েছে।
অন্যদিকে এই সময়ে গাজা উপতক্যায় ইসরায়েলি বাহিনীর অভিযানে প্রাণ হারিয়েছে ৩৬ হাজারের বেশি ফিলিস্তিনি, আহত ৮১ হাজারেরও বেশি। হতাহতদের বেশিরভাগই বেসামরিক। এমন পরিস্থিতিতে বিশ্বজুড়ে যুদ্ধবিরতির আহ্বান জানানো হচ্ছে।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত