ইত্তেহাদ নিউজ ডেস্ক : কানাডার বৃহত্তম বিমান সংস্থা ওয়েস্টজেট গত বৃহস্পতিবার থেকে এখন পর্যন্ত ৮৩২টি ফ্লাইট বাতিল করেছে। বেতন বৃদ্ধি নিয়ে দ্বন্দ্বে ছয় শতাধিক কর্মী ধর্মঘটে যাওয়ার পর ওয়েস্টজেট হঠাৎ ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত জানায়। এমন সিদ্ধান্তে বিপাকে পড়েছে অন্তত ১ লাখ ১০ হাজার যাত্রী।
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, বেতন ও শ্রমিকদের কাজের অবস্থার বিষয়ে ক্যালগারিভিত্তিক এ এয়ারলাইন এবং এয়ারপ্লেন মেকানিক্স ফ্রাটারনাল অ্যাসোসিয়েশন (এএমএফএ) চুক্তিতে পৌঁছতে ব্যর্থ হওয়ার পরে প্রায় ৬৮০ জন কর্মী গত শুক্রবার থেকে ধর্মঘট পালন করছেন।
ওয়েস্টজেট এয়ারলাইনের প্রেসিডেন্ট এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ডিডেরিক পেন রবিবার ‘অপ্রয়োজনীয় কর্মবিরতির’ জন্য যাত্রীদের কাছে ক্ষমা চেয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, বর্তমান ধর্মঘট আমাদের এয়ারলাইন এবং দেশের ক্ষতি করা ছাড়া অন্য কোনো উদ্দেশ্য পূরণ করবে না।
জানা গেছে, বাতিল হওয়া বিপুল সংখ্যক ফ্লাইটের অর্ধেকেরও বেশি ছিল রবিবারের। এয়ারলাইনটি বলছে, তাদের বহরে ১৮০টি বিমান থাকলেও রবিবার পর্যন্ত মাত্র ৩২টি বিমান সক্রিয় ছিল। ওয়েস্টজেট ও এএমএফএ একে-অপরকে ‘সরল বিশ্বাস’ নিয়ে আলোচনা না করায় অভিযুক্ত করেছে।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত