ইত্তেহাদ নিউজ ডেস্ক : ভারতের উত্তর প্রদেশের কেন্দ্রীয় প্রকল্পের টাকা নিয়ে স্বামী সংসার রেখে প্রেমিকের সঙ্গে পালিয়েছেন ১১ বিবাহিত নারী।
‘প্রধানমন্ত্রীর প্রকল্প’ মূলত মধ্যবিত্ত ও দরিদ্র পরিবারগুলোকে বাড়ি তৈরির জন্য আর্থিক সাহায্য দিয়ে থাকে। কেন্দ্রীয় সরকারের এ স্কিমে বিভিন্ন কিস্তিতে পরিবারগুলো টাকা পায়।
কেন্দ্রীয় সরকারের প্রকল্পের টাকার অপব্যবহার করার একাধিক অভিযোগ উঠছে উত্তর প্রদেশে। উত্তর প্রদেশের মহারাজগঞ্জে ১১ জন বিবাহিত মহিলা, তাদের স্বামীদের ছেড়ে প্রেমিকদের সঙ্গে পালিয়েছেন।
বিষয়টি পুলিশকে জানালে পুরো ঘটনা সামনে আসে। এ প্রকল্পের প্রথম কিস্তির টাকা ৪০ হাজার। সেই টাকা সঙ্গে নিয়েই তারা পালিয়েছেন বলে দাবি করা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে উত্তর প্রদেশের মহারাজগঞ্জে এ আবাসন প্রকল্পের টাকা পেয়েছেন ২৩৫০ জন। এই টাকা তারা থুঠিবাড়ি, শীতলাপুর, ছাতিয়া, রামনগর, বকুল দিহা, খসরা, কিশুনপুর ও মেধৌলি গ্রামের বাসিন্দা বলে জানা গিয়েছে। কিছু মিডিয়া রিপোর্টও দাবি করেছে যে, এ ঘটনার পরে কর্মকর্তারা সুবিধাভোগীদের জন্য দ্বিতীয় কিস্তির অর্থ প্রদান বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত