কোটা সংস্কার আন্দোলন: হেঁটে কলেজে যেতে পারবেন না সিয়াম


ইত্তেহাদ নিউজ,ঢাকা : কামরাঙ্গীরচর এলাকার হাজী আব্দুল আউয়াল ডিগ্রি কলেজের শিক্ষার্থী মো. সিয়াম হোসেন (১৯)। প্রতি ছুটির দিনের মতোই গত শুক্রবার বিকেলে মোটরসাইকেলে ঘুরতে বের হয়েছিলেন। ঢাকা কলেজের সামনে দিয়ে যাওয়ার সময় হঠাৎ গোলাগুলি শুরু হলে তিনি গাড়ি থেকে পড়ে যান। পরে উঠে দৌড় দিলে তার পায়ে গুলি লাগে। তার দুই পায়ে গুলিবিদ্ধ হয়।
ঢাকা মেডিকেলে কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সিয়াম। বৃহস্পতিবার কান্নাজড়িত কণ্ঠে সিয়াম বলেন, ‘কোনো আন্দোলন বা কোনো কাজে বের হইনি। প্রায়ই ছুটির দিনে বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হই, গত শুক্রবারও তেমনই ঘুরতে বের হইছিলাম। হঠাৎ ঢাকা কলেজের সামনে গেলে কী থেকে কী হয়ে গেল বুঝতে পারলাম না। আমার দুই পা-ই গুলিবিদ্ধ হয়।’ এক সপ্তাহ ধরে হাসপাতালে চিকিৎসাধীন সিয়াম। তিনি আগের মতো হেঁটে আর কলেজে যেতে পারবেন না, এ কথা বলেই কান্নায় ভেঙে পড়েন।
শুধু সিয়াম হোসেনই নন, তাঁর মতো আরও অনেকে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। তাদেরই একজন ইসরাফিল হোসেন (৫০)। সাভার থেকে গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেলে ভর্তি আছেন তিনি। তার ডান হাতে ও পেটে গুলিবিদ্ধ হয়। পুরো শরীর যেন সাদা কাপড় দিয়ে বাঁধা। ব্যথায় কাতরাতে কাতরাতে ইসরাফিল দেশ রূপান্তরকে বলেন, ‘সাভারে আমার একটি মুদি দোকান আছে। গত শনিবার বিকেলে হঠাৎ ৩০-৪০ জন যুবক এসে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল মারতে থাকে। এটা দেখে আমি দোকান বন্ধ করে দিই। পুলিশও টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড মারতে থাকলে রণক্ষেত্র হয় সাভার বাসস্ট্যান্ড এলাকা। দোকান থেকে বের হয়ে দৌড়ে যেতেই হঠাৎ আমার হাতে, পেটে ও বুকে গুলি লাগে। আমার অপারেশন হয়েছে। ডাক্তার বলছেন, এখন অনেক ভালো আছি। কিন্তু জানি না আগের মতো আবার সুস্থ হতে পারব কি না।’
ঢামেক হাসপাতালের চিকিৎসকরা জানান, কোটা সংস্কার আন্দোলন চলাকালে সহিংসতার ঘটনায় আহত হয়ে হাসপাতালে গত ১৫ থেকে ২২ জুলাই পর্যন্ত আট দিনে ১ হাজার ৫৬০ জন চিকিৎসা নিয়েছে। তাদের মধ্যে ১ হাজার ১৮৯ জন রোগীকে চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়। হাসপাতালে ভর্তি রয়েছে ৩৭১ জন। গুরুতর আহত কয়েকজন রোগী আইসিইউতে ভর্তি আছে। ভর্তি রোগীদের অনেকেই ছাড়পত্র নিয়ে অন্য হাসপাতালে চলে গেছে। গতকালও ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় গুলিবিদ্ধ দুজন মারা গেছেন। তারা হলেন নরসিংদী থেকে আসা পোশাক কারখানার কর্মচারী জামান মিয়া (১৭) ও রাজধানীর রায়েরবাগের দিনমজুর জাকির হোসেন (২৯)।
গুলিবিদ্ধ ভর্তি রোগীদের বিষয়ে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, ‘সহিংসতার ঘটনায় গুলিবিদ্ধ কয়েকজন এখনো ভর্তি রয়েছে। তাদের চিকিৎসা চলছে। অনেকে চিকিৎসা নিয়ে চলে গেছেন।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়