বাংলাদেশে সহিংসতা বৃদ্ধির তদন্ত চায় জার্মানি


ইত্তেহাদ নিউজ ডেস্ক : সাম্প্রতিক সময়ে বাংলাদেশে সহিংসতা বৃদ্ধির তদন্ত চায় জার্মানি। বুধবার (২৪ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছে ইউরোপের শক্তিশালী দেশটির পররাষ্ট্র দপ্তর।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক্সে (আগের টুইটার) জার্মান ফরেন অফিসের অফিসিয়াল হ্যান্ডল থেকে ইংরেজিতে পোস্ট করা এক বার্তায় বলা হয়ঃ
“বাংলাদেশে ইন্টারনেট বিভ্রাট হয়তো তুলে নেওয়া যেতো। যাই হোক, সাম্প্রতিক দিনগুলোতে সহিংসতা বৃদ্ধির তদন্ত করা প্রয়োজন। যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের অবশ্যই যথাযথ প্রক্রিয়ার আওতায় আনা উচিত।”
উক্ত পোস্টটি শেয়ার করে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত আচিম ট্রোস্টার।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়