ইত্তেহাদ নিউজ ডেস্ক : জন্ম নিয়ন্ত্রণ ও সুরক্ষিত যৌনতার অন্যতম উপায় কনডম। আর সেই কনডমই তৈরি করে দিল কোটি কোটি টাকার সাম্রাজ্য। হ্যাঁ, ভারতের ম্যানকাইন্ড ফার্মা ও তার মালিক রমেশ জুনেজার কথাই হচ্ছে।
একসময় দ্বারে দ্বারে ঘুরেছেন। আজ তিনি কোটি টাকার মালিক। বহু বছর ধরে বিভিন্ন সংস্থায় চাকরি করেও লাখ টাকা জমাতে ঘাম ছুটত যার, সেখানেই একটা বুদ্ধিই বদলে দিল তার জীবন।
১৯৯৫ সালে নিজের সংস্থা শুরু করেছিলেন। তার আগে কিফার্মা লিমিটেড, লুপিনের মতো বহু কোম্পানিতে বহু বছর কাজ করেছেন। ১৯৯৫ সালে নিজের সংস্থা খোলার সিদ্ধান্ত নেন। ভাই রাজীব জুনেজার সঙ্গে হাত মিলিয়ে ম্যানকাইন্ড ফার্মার পথচলা শুরু হয়। প্রাথমিকভাবে সংস্থায় মাত্র ৫৩ জন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ছিল।
টিভি৯ বাংলা জানিয়েছে, ১২ বছর ধরে ম্যানকাইন্ড সংস্থা ওষুধ প্রস্তুত করত। ২০০৭ সালে সংস্থার ভাগ্য বদলে যায় ম্যানফোর্স কনডমের হাত ধরে। বাজারে কনডম আনার পর থেকেই ব্যাপক জনপ্রিয়তা পায়। বাড়তে থাকে লাভ।
ফোর্বসের তথ্য অনুযায়ী, বর্তমানে রমেশ জুনেজার সম্পত্তির পরিমাণ তিন বিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় যা ২৫ হাজার ১৩৭ কোটি রুপির কাছাকাছি। গত বছর ম্যানকাইন্ড ফার্মা তাদের আইপিও আনে। এরপর রমেশ জুনেজা ও তার সংস্থার সম্পত্তি আরও বেড়েছে।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত