রাজনীতি

আমি প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করছি: পলক

131429f0ff06a2f171c00868116fc5ba 66acf957eb898
print news

ইত্তেহাদ নিউজ,নাটোর : ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, তরুণ প্রজন্মের কাছে যদি আমার কোনো ভুল হয়ে থাকে, আমি প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করছি। ইন্টারনেট ব্যাহত হওয়া এবং সামাজিক মাধ্যমে গুজব প্রতিরোধে ব্যর্থ হওয়া দায় আমি নিজের কাঁধে তুলে নিচ্ছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যেকোনো সিদ্ধান্ত মেনে নেওয়ার জন্য প্রতিশ্রুতি দিচ্ছি।

শুক্রবার (২ আগস্ট) বিকেলে নাটোরের সিংড়ায় প্রতিমন্ত্রীর বাড়িতে ১৫ আগস্টের শহিদদের স্মরণে এক দোয়া মাহফিল আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী পলক বলেন, ‘আমাদের ভুল থাকতে পারে, অপরাধ থাকতে পারে। ভুলের শাস্তি আপনারা আমাদের দেবেন, ভুল সংশোধনের সুযোগ দেবেন; কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভুল বুঝবেন না। কারণ শেখ হাসিনা যদি নিরাপদ না থাকেন তাহলে বাংলাদেশ নিরাপদ থাকবে না।’

দেশব্যাপী ইন্টারনেট সেবা ব্যাহত ও সোশ্যাল মিডিয়ায় গুজব প্রতিরোধে ব্যর্থ হওয়ার দায় স্বীকার কড়জোড়ে সবার কাছে ক্ষমা চান প্রতিমন্ত্রী। এসময় তিনি বলেন, ‘যদি আমাদের তরুণ-তরুণীরা, ছাত্র-ছাত্রী ভাই-বোনেরা মনে করে দেশব্যাপী ইন্টারনেট সেবা ব্যাহত হওয়ার জন্য কেউ দায়ী, সেই দায় আমার। টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী হিসেবে এসব দায়িত্ব সঠিকভাবে পালনে ব্যর্থ হওয়ার জন্য যদি কারও শাস্তি হয় তাহলে তা আমার হওয়া উচিত। আমি বঙ্গবন্ধুর সৈনিক হিসেবে, শেখ হাসিনার কর্মী হিসেবে, আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে তরুণ প্রজন্মের কাছে যদি আমার কোনো ভুলত্রুটি হয়ে থাকে তার জন্য করজোড়ে ক্ষমা প্রার্থনা করছি। ইন্টারনেট সেবা ব্যাহত হওয়া, সোশ্যাল মিডিয়ায় গুজব প্রতিরোধে ব্যর্থ হওয়াসহ সব ব্যর্থতার দায় আমি নিজের কাঁধে তুলে নিচ্ছি। এ জন্য প্রধানমন্ত্রীর যেকোনো সিদ্ধান্ত আমি মেনে নেওয়ার জন্য প্রস্তুত।’

এ সময় তিনি দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘কেউ যেন কোনো প্রকার ষড়যন্ত্র করে বা সন্ত্রাস করে দেশকে অস্থিতিশীল করতে না পারে, সে ব্যাপারে সজাগ থাকতে হবে। আমাদের নিয়ত সহি। শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের বৈষম্যমুক্ত সোনার বাংলা গড়ে তুলব ইনশাআল্লাহ।’

সিংড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শেখ ওহিদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পৌর মেয়র জান্নাতুল ফেরদৌসের সঞ্চালনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল ওয়াদুদ মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক শ্রী বিশ্বনাথ দাস কাশিনাথ, অ্যাডভোকেট জিল্লুর রহমান প্রমুখ।

ওই অনুষ্ঠানে উপস্থিত সিংড়া উপজেলা ও পৌর আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতা-কমীদের উদ্দেশে পলক বলেন, ‘যেভাবেই হোক দেশের ছাত্রছাত্রী এবং কিশোর-কিশোরীদের সঙ্গে যে দূরত্ব এবং ভুল-বোঝাবুঝির সৃষ্টি হয়েছে, তা দূর করার উদ্যোগ নিতে হবে। সেটা আমাদের ঘর, প্রতিবেশী এবং প্রতিষ্ঠান থেকে করতে হবে। ছাত্রছাত্রীদের চোখের ভাষা বুঝতে হবে। শিক্ষার্থীদের সঙ্গে যে দূরত্ব তৈরি হয়েছে, কঠিন সিদ্ধান্ত নিয়ে তা সমাধান করা সম্ভব নয়। সঠিক সিদ্ধান্ত নিয়েই সেটার সমাধান করতে হবে। আমরা তাদের প্রতি কঠোর শাসনের পথ বেছে না নিয়ে স্নেহ-মমতা নিয়ে বসে কথা শুনলে অবশ্যই এই ভুল-বোঝাবুঝি দূর হবে। এতে ষড়যন্ত্রকারীদের চক্রান্ত সফল হবে না।’

পলক আরও বলেন, ‘ছাত্র-ছাত্রীরা শান্তিপূর্ণ আন্দোলনে রাজপথে ছিল। তাদেরকে কেউ আঘাত করেনি, তারাও বিশৃঙ্খলা করেনি। পুলিশ পরিস্থিতি শান্তিপূর্ণ রাখার জন্য সহযোগিতা করেছে, কোথাও শক্তি প্রয়োগ করেনি। বিএনপি-জামায়াত, ছাত্রদল-ছাত্রশিবির, জঙ্গী-সন্ত্রাসীরা ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত নাটোর-নওগাঁয় যেভাবে মানুষ হত্যা করে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখতো সেই একইভাবে পুলিশ বাহিনীর সদস্য ও যুবলীগ কর্মীকে হত্যা করে ফুটওভার ব্রীজে ঝুলিয়ে রেখেছে সন্ত্রাসীরা।’

 

 

সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *