কাকে আব্বু ডাকব- শিশু আবু বকরের প্রশ্ন


ইত্তেহাদ নিউজ,নারায়ণগঞ্জ : আমি এখন কাকে আব্বু ডাকব মা?- প্রশ্ন পাঁচ বছরের শিশু সৈয়দ আবু বকরের। সন্তানকে কোনো উত্তর দিতে পারেন না আকলিমা আক্তার। পুলিশের গুলিতে নিহত স্বামী সৈয়দ মোস্তফা কামাল রাজুকে হারিয়ে তিনিও পাগলপ্রায়।২১ জুলাই রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অটো মোবাইল ইঞ্জিন মিস্ত্রি রাজু।১ মেয়ে, ২ ছেলে ও স্ত্রী নিয়ে সুখেই কাটছিল রাজুর সংসার। থাকতেন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পাইনাদী নতুন মহল্লার গোলাম সারোয়ারের চতুর্থ তলার ভাড়া বাসায়। বড় মেয়ে সৈয়দা আয়শা আক্তার (১৩) ও বড় ছেলে সৈয়দ রাইয়ান আব্দুল্লাহ (১১) পার্শ্ববর্তী একটি মাদ্রাসায় পড়ে।
জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোডে ২০ জুলাই বিকাল ৫টায় কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে আন্দেলনকারীরা আওয়ামী ওলামা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি হাবিবউল্লাহ কাঁচপুরীর মার্কেটে আগুন ধরিয়ে দেয়। যেখানে হাইওয়ে পুলিশের শিমরাইল ক্যাম্প, একটি বেসরকারি ব্যাংক, একটি হাসপাতাল, একটি চাইনিজ রেস্টুরেন্ট ছাড়াও বহু দোকান ও অফিস ছিল।
সংঘর্ষস্থলের অদূরে ভাড়া বাসায় দুপুরের খাবার খেয়ে বিশ্রাম নিচ্ছিলেন রাজু। এ সময় বাসার জানালা দিয়ে মার্কেটে আগুন দেখে পাশের ভূমিপল্লী এলাকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানের অবস্থা দেখতে দৌড়ে বাসা থেকে বের হন রাজু। পথে সংঘর্ষস্থল থেকে সাড়ে ৩শ থেকে ৪শ ফুট দূরত্বে এলে পুলিশের একটি বুলেট তার মাথায় প্রবেশ করে। সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়েন রাজু। কিছুক্ষণ তার দেহ ওই জায়গায় পড়েছিল।
পরে খবর পেয়ে তার দুই বন্ধু আব্দুল হান্নান ও হাবিব এসে তাকে উদ্ধার করে সাইনবোর্ড এলাকায় প্রো-এ্যাকটিভ হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে নেওয়া হয়। রাত ১১টায় তার মাথায় অস্ত্রোপচার করা হয়। এরপরও তার জ্ঞান ফেরেনি। পরের দিন রোববার রাত দেড়টায় তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
২২ জুলাই জোহর নামাজের পর সিদ্ধিরগঞ্জের হাজী সামছুদ্দিন স্কুল এলাকায় প্রথম জানাজা শেষে তার লাশ গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার কাঞ্চনপুর গ্রামে নেওয়া হয়। সেখানে দ্বিতীয় জানাজা শেষে সামাজিক কবরস্থানে দাফন করা হয়।
রাজুকে হারিয়ে বাকরুদ্ধ তার স্ত্রী আকলিমা। কীভাবে সংসার চলবে, কীভাবে সন্তানদের মানুষ করবেন সেই চিন্তায় ঘুম নেই তার। মোবাইল ফোনে সংরক্ষিত রাজুর ছবি দেখে, স্মৃতি হাতড়ে দিন কাটছে তাদের। আকলিমা আক্তার জানান, অবুঝ সন্তান পাঁচ বছরের আবু বকর ক্ষণে ক্ষণে বাবাকে খুঁজছে। বাবা নেই এটা কোনোভাবেই মানতে পারছে না অন্য দুই সন্তানও।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়