ইত্তেহাদ এক্সক্লুসিভ

কোটা সংস্কার আন্দোলন: সন্তানদের সঙ্গে কর্মসূচিতে যোগ দেন অভিভাবকেরা

7c282149f460de845b0f0b9791ae361f 66ad14c0cf625
print news

ইত্তেহাদ নিউজ,ঢাকা : কোটা সংস্কার আন্দোলনের পর থেকে সন্তানদের একা ছাড়তেও ভয় লাগে। কখন জানি কি হয়! কখন জানি বুকে গুলি লাগে! কখন জানি পুলিশ ধরে নিয়ে যায়!উত্তরার রাজউক উত্তরা মডেল কলেজে আজ শুক্রবার দুপুরে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীদের অভিভাবকেরা এমন আশঙ্কার কথা জানান। মানববন্ধনে শিক্ষার্থী, অভিভাবক ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার হাজারো মানুষ অংশ নেন।বৃষ্টি মাথায় নিয়ে শিক্ষার্থীরা ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগানে মুখরিত করে তোলে উত্তরা ৬ নম্বর সেক্টর। তাঁদের হাতে বিভিন্ন স্লোগানের প্ল্যাকার্ড দেখা যায়। অনেক শিক্ষার্থীকে অসুস্থ শরীর নিয়েও মানববন্ধনে যোগ দিতে দেখা যায়।

8927a9f635bde8a5620dc8b02d941b39 66ad14da5f598

এর আগে ঝিরিঝিরি বৃষ্টি উপেক্ষা করেই কলেজটির সামনে সকাল থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ঝোড়ো হতে শুরু করেন।সন্তানদের ঘরে রাখা যাচ্ছে না। তাই সঙ্গে করেই কর্মসূচিতে যোগ দেন অভিভাবকেরা ।

মানববন্ধনে আগত অভিভাবকেরা বলেন, শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলন এখন যুদ্ধতে পরিণত হয়েছে। তারা তাদের যৌক্তিক আন্দোলনে যোগ দিতে বাসা থেকে বের হলে আমাদের অনেক চিন্তা হয়। তাই তাদের একা ছাড়তে পারি না। পুলিশ কখন তাদের গ্রেপ্তার করে—এমন দুশ্চিন্তা শুধু মাথায় ঘুরপাক খায়।অভিভাবক ইফতেখার জামান সাফিন  বলেন, ‘বৃষ্টি উপেক্ষা করে মানববন্ধনে অংশ নেওয়ার জন্য ছেলে তাড়া দিচ্ছিল। পরে বৃষ্টিতে ভিজেই ছেলেকে নিয়ে এসেছি। এখানে আসার জন্য ঠিকমতো খাওয়া–দাওয়াও করেনি।’তিনি বলেন, ‘একা ছাড়তেও ভয় লাগে। কখন কী হয়ে যায় বলা যায় না। দেশের পরিস্থিতি কখন ঠিক হয়, তার জন্য অপেক্ষা করছি।’অপরদিকে শিক্ষার্থীরা বলেন, আমরা শুরু থেকে আমাদের যৌক্তিক দাবি নিয়ে শান্তিপূর্ণ আন্দোলন করছি। কিন্তু পুলিশ আমাদের সহপাঠীদের ওপর ন্যক্কারজনক হামলা করে হতাহত করেছে। বেশ কিছু শিক্ষার্থীকে বাসা থেকে ধরে নিয়ে গেছে। অনেককে আবার গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে। এসব কিছুর জন্য আমরা নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী মুনতাসির মামুন বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি ‘মার্চ ফর জাস্টিস’ যদিও বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য জায়গায় তা পালন করা হয়। কিন্তু এই প্রথমবারের মতো কোনো কলেজে ‘মার্চ ফর জাস্টিস’ পালন করা হয়েছে। এখানে অংশ নেয় সাধারণ শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবক। এ ছাড়া আমাদের শিক্ষার্থী তাসরিফ চৌধুরী স্বপ্ন তিনি এইচএসসি পরীক্ষার্থী। তাকেসহ অন্য শিক্ষার্থীকে গ্রেপ্তারের নিন্দা এবং অবিলম্বে তার মুক্তির দাবি জানাই আমরা।

শিক্ষার্থীদের মানববন্ধন উপলক্ষে অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজউক কলেজসহ উত্তরার বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। উত্তরার আজমপুর, বিএনএস সেন্টারসহ বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা–কর্মীদের দেশীয় অস্ত্রসহ উপস্থিত থাকতে দেখা যায়।

 

সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *