বরিশাল মেট্রোপলিটন বন্দর থানার নতুন ওসি বিপ্লব মিস্ত্রি


বরিশাল অফিস : বরিশাল মেট্রোপলিটন এলাকার আরও একটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) পরিবর্তন করা হয়েছে। বন্দর থানার ওসি আবদুর রহমান মুকুল করে সরিয়ে নতুন ওসি করা হয়েছে পরিদর্শক বিপ্লব মিস্ত্রিকে।
শুক্রবার (২ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন বিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) মো. ফজলুল করিম। তিনি জানান, বন্দর থানার পরিদর্শক আবদুর রহমান মুকুল করে সরিয়ে নতুন ওসি করা হয়েছে পরিদর্শক বিপ্লব মিস্ত্রিকে। এরআগে বিপ্লব মিস্ত্রি কোতোয়ালি মডেল থানার পরিদর্শকের (অপারেশন) দায়িত্ব পালন করছিলেন।
এরআগে গত বুধবার বিএমপির দুটি থানার ওসি পদে রদবদল করা হয়। যার মধ্যে পরিদর্শক এটিএম আরিচুল হকের স্থলে কোতোয়ালি মডেল থানার ওসি করা হয়েছে মোস্তাফিজুর রহমানকে। আর পরিদর্শক এস এম মাসুদ আলম চৌধুরীর স্থলে এয়ারপোর্ট থানার ওসি করা হয়েছে লোকমান হোসেনকে।
জানা গেছে, দেশে চলমান পরিস্থিতিতে ব্যর্থতার পরিচয় দেওয়ায় বিএমপির এই তিন থানার ওসিদের সরিয়ে নতুনদের পদায়ন করা হয়।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়