ফেনীতে সংঘর্ষে ৫ জন নিহত


ইত্তেহাদ নিউজ,ফেনী : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলনে ফেনীতে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষে পাঁচ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩০ জনের বেশি।
রবিবার (৪ আগস্ট) দুপুরে জেলার মহিপালে এই সংঘর্ষের ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি।আন্দোলনকারীরা হামলা ও গুলির প্রতিবাদে মহিপাল পুলিশ বক্স ভাঙচুর করেছেন।সংঘর্ষের স্থান থেকে পাঁচ জনের মরদেহ হাসপাতালে এসেছে বলে ফেনী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক আবুল খায়ের মিয়াজি নিশ্চিত করেছেন।তিনি আরও জানান, সংঘর্ষে আহত ৩০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়