বরিশালে দুদক অফিসে হামলা,বিএনপি অফিস ভাঙচুর ও আগুন


বরিশাল অফিস : বরিশালে বটতলা নবগ্রাম রোড এলাকায় থাকা দুর্নীতি দমন কমিশনের অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে। বরিশালে বিপুল সংখ্যক শিক্ষার্থীর ব্যারিকেডে ভবনের ছাদে গিয়ে আশ্রয় নেয় দুদক কর্মকর্তারা। পরে পুলিশ এসে রাবার বুলেট ও টিয়ার সেল ছুড়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দুদক কর্মকর্তাদের উদ্ধার করে। এর আগে বেলা সাড়ে ১২টায় নগরের সদর রোডে থাকা বিএনপি অফিস ভাঙচুর করে আগুন জ্বালিয়ে দেয় আওয়ামী লীগ কর্মীরা। পাল্টা হিসেবে নগরের সিএন্ডবি এলাকায় থাকা আওয়ামী লীগের একটি অফিস জ্বালিয়ে দেয় আন্দোলনকারীরা। এদিকে ঢাকা-বরিশাল-কুয়াকাটা মহাসড়ক দখলে রেখেছে শিক্ষার্থীরা। চৌমাথা এলাকায় আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে এক পুলিশ সদস্যের মোটরসাইকেল। নগরীর বিভিন্ন এলাকায় ঘটেছে ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনা। নগরীর বিভিন্নস্থানে সংঘর্ষে জড়িয়েছে আন্দোলনকারী ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়