ইত্তেহাদ নিউজ,ঢাকা :বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘আজকে রাষ্ট্রীয় কায়দায় সংখ্যালঘুদের ওপর নির্যাতন চালিয়ে তার দায়ভার ছাত্র-জনতার ওপর চাপানো হতে পারে। সংখ্যালঘু নির্যাতন নাটকের ফাঁদ থেকে বিরত থাকুন।’রোববার সন্ধ্যার ৭টা দিকে হাসনাত আব্দুল্লাহ এক ভিডিও বার্তায় এসব কথা জানিয়েছেন। তিনি এটি তার ফেসবুক আইডিতে শেয়ার করেন।
হাসনাত আব্দুল্লাহ ভিডিও বার্তায় বলেন, ‘আমাদের পরিচয় কোনো হিন্দু-মুসলমান-খ্রিষ্টান-বৌদ্ধ নয়, আমাদের পরিচয় হচ্ছে মানুষ। আমাদের আর দুটি পরিচয় নির্যাতক এবং নির্যাতিত। আমাদের আন্দোলন নির্যাতকদের বিরুদ্ধে। আমাদের আন্দোলন বৈষম্যের বিরুদ্ধে।’
এ দিকে যারা লংমার্চে আসতে পারবেন না তাদেরকে স্থানীয় সংখ্যালঘু গোষ্ঠীকে রক্ষার নির্দেশনা দিয়েছেন সমন্বয়ক আব্দুল্লাহ সালেহীন অয়ন।
রোববার সন্ধ্যা সাতটায় এক বার্তায় অয়ন বলেন, ‘যারা ঢাকায় আসতে পারবেন না, তারা বিভিন্ন জেলায় আমাদের হিন্দু এবং সংখ্যালঘু ভাইবোনদেরকে রক্ষা করার জন্য অবশ্যই প্রতিরোধ গড়ে তুলবেন। আমাদের আন্দোলনকে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করার পায়তারা এবং পরিকল্পনা চলছে। এত রক্ত ঝরার পর এই আন্দোলনকে কোনোভাবেই থামতে দেওয়া যাবে না। আর চলে আসুন ঢাকায়, সব ধরনের ভেদাভেদ ভুলে, বিজয় সুনিশ্চিত।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত