ইত্তেহাদ নিউজ,গাজীপুর : গাজীপুরের কাপাসিয়ায় সাম্প্রতিক সময়ে জামায়াত-বিএনপি তকমা দিয়ে ওসির গণগ্রেপ্তার ও নির্যাতনের বিচার এবং অপসারণ দাবিতে গতকাল মঙ্গলবার দুপুরে সাংবাদিকরা বিক্ষোভ মিছিল করেছেন। কাপাসিয়ায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার অর্ধশত সাংবাদিক এতে অংশ নেন। পরে কাপাসিয়া থানার সামনে এক প্রতিবাদ সভা হয়। এতে সাংবাদিক নেতারা তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন।
সমাবেশে বক্তারা বলেন, গত প্রায় ১০ মাস আগে আবু বকর মিয়া কাপাসিয়া থানায় যোগ দেন। তিনি আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে কয়েকশ বিএনপি ও জামায়াত নেতাকর্মীকে গ্রেপ্তার করে গায়েবি মামলা দিয়ে হয়রানি করেছেন। বেপরোয়া গ্রেপ্তার-বাণিজ্যের মাধ্যমে তিনি কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলে বক্তারা অভিযোগ করেন।
বক্তারা আরও বলেন, তার উদ্দেশ্যপ্রণোদিত গ্রেপ্তার-বাণিজ্য থেকে কাপাসিয়ার সাংবাদিকরাও রেহাই পাননি। এসব বিষয়ে দৃষ্টান্তমূলক শাস্তি এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে তার অপসারণ দাবি করেন বক্তারা।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত