ইত্তেহাদ নিউজ,ঢাকা : প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামকে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টে করা মামলা থেকে অব্যাহতি দিয়েছেন আদালত। বুধবার (১৪ আগস্ট) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিন এ আদেশ দেন।
রোজিনা ইসলামের আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, রোজিনা ইসলামের বিরুদ্ধে করা মামলায় আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। বুধবার আদালত চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করেন এবং তাকে মামলা থেকে অব্যাহতি দেন।
উল্লেখ্য, ২০২১ সালের ১৭ মে ‘অত্যন্ত সংবেদনশীল’ সরকারি নথি চুরি ও সেগুলোর ছবি তোলার অভিযোগে এক উপসচিব শাহবাগ থানায় রোজিনার বিরুদ্ধে এ মামলা করেন। পরে ২০২২ সালের ৪ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা মোরশেদ হোসেন খান রোজিনাকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়ার জন্য আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন।
বাদীর নারাজি আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছরের ২৩ জানুয়ারি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) মামলার অধিকতর তদন্তের নির্দেশ দেন আদালত।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত