বরিশাল অফিস : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বানচাল প্রক্রিয়াসহ আ.লীগ সরকারের এজেন্ডা বাস্তবায়নে কাজ করা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের সাবেক ও বর্তমান ১২ চিকিৎসককে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। শনিবার (৩১ আগস্ট) দুপুরে পরিচালকের কার্যালয়ে গণমাধ্যমকে তথ্যের সত্যতা নিশ্চিত করেন হাসপাতালের পরিচালক ডাক্তার এইচএম সাইফুল ইসলাম।
এইচএম সাইফুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা একটি তালিকা আমাকে ধরিয়ে দিয়েছে। শিক্ষার্থীদের সিদ্ধান্তের সাথে আমার সিদ্ধান্তের দ্বিমত নেই। পরিচালকের পক্ষ থেকে আমার যেটা করনীয় আমি আবাঞ্ছিত করেছি। কিন্তু শের-ই-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতাল হচ্ছে মেডিকেল কলেজের অধ্যক্ষের দায়িত্বে। পুরো ক্যামআসে এদের যদি অবাঞ্ছিত ঘোষণা করতে হয় তাহলে অধ্যক্ষের সিদ্ধান্ত লাগবে। তিনি বলেন, আমাকে যে কাগজটি দেওয়া হয়েছে সেটি আমি মন্ত্রাণালয়ে পাঠাবো। বাকিটা কলেজ অধ্যক্ষ ব্যবস্থা গ্রহণ করবেন। তাছাড়া বিএমডিসি আইন পরিপন্থী হলে কর্তপক্ষ ব্যবস্থা নিবে। অবাঞ্ছিত ঘোষিত চিকিৎসকরা হলেন, অর্থোপেডিক্স ওয়ার্ডের সিনিয়র কনসালটেন্ট ডা. সুদীপ হালদার, অর্থোপেডিক্সের আবাসিক সার্জন ডা. মাসরেফুল ইসলাম সৈকত, মেডিকেল অফিসার ডা. শিরিন সাবিহা তন্বী, মেডিসিন ইউনিট-৪ এর ইন্টারনাল মেডিকেল অফিসার ডা. এ.এস.এম সায়েম এবং হাসপাতালের সাবেক পরিচালক ডা. বাকির হোসেন, কলেজের সাবেক অধ্যক্ষ ডা. এস.এম. সরোয়ার। এছাড়া ইন্টার্ন চিকিৎসকরা হলো মহসীন বিভা, আরিফুজ্জামান ইমন, সাদমান বাকির সাবাব, প্রীতম দেবনাথ, আর্ঘ্য বিশ্বাস ও আসিফুল ইসলাম। ওই পত্রে উল্লেখ করা হয় ইন্টার্ন চিকিৎসকদের ইন্টার্নশীপ দুই বছরের জন্য স্থগিত করা হলো। তবে স্বাধীনতা চিকিৎসক পরিষদের নেতা হাসপাতালের পরিচালক ডাক্তার এইচএম সাইফুল ইসলামও ছাত্র আন্দোলনের বিপক্ষে ছিলেন বলে শিক্ষার্থীরা জানিয়েছেন। সরকার পতনের আগের দিন ৪ আগস্ট শের-ই-বাংলা মেডিকেল কলেজ অধ্যক্ষ, হাসপাতালের পরিচালক, অবাঞ্ছিত ঘোষিত ১২জনসহ শতাধিক চিকিৎসক উপস্থিত ছিলেন। গত ৫ আগস্ট সরকার পতনের পরপরই ভোল পাল্টাতে শুরু করেন পরিচালক ডাক্তার এইচএম সাইফুল ইসলাম।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত